ঢাকা   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে নগ্ন ছবি ও যৌন হয়রানির অভিযোগ

খেলার জগৎ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:১৪, ১৮ এপ্রিল ২০২৫

সর্বশেষ

ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে নগ্ন ছবি ও যৌন হয়রানির অভিযোগ

ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে নগ্ন ছবি পাঠানো, গালাগালি এবং ব্যক্তিগত সময় কাটানোর প্রস্তাব দেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ তুলেছেন অনন্যা বাঙ্গার। জন্ম ও বেড়ে ওঠা ভারতে হলেও বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন গুঞ্জন, ঠিক কোন কোন ক্রিকেটার এসব ঘটনার সঙ্গে জড়িত? তবে ক্রিকেটারদের নামের চেয়েও বড় কৌতূহল এখন অনন্যা বাঙ্গারকে ঘিরে—কে এই সাহসী তরুণী, যিনি ভারতীয় ক্রিকেটারদের এত কাছ থেকে দেখেছেন এবং হয়রানির অভিজ্ঞতা প্রকাশ করেছেন?

অনন্যা ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ সঞ্জয় বাঙ্গারের সন্তান। জন্মের সময় তাঁর নাম ছিল আরিয়ান। তবে গত বছর নভেম্বরে ইনস্টাগ্রামে তিনি জানান, যুক্তরাজ্যে ১০ মাসের হরমোনাল চিকিৎসার পর তিনি নিজের `সত্যিকারের সত্তা` খুঁজে পেয়েছেন। রূপান্তরিত হওয়ার পর তাঁর নাম হয় অনন্যা।

সম্প্রতি ইউটিউব চ্যানেল লালানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৩ বছর বয়সী অনন্যা বলেন, "আমি মুশির খান, সরফরাজ খান, যশস্বী জয়সোয়ালের মতো তারকাদের সঙ্গে খেলেছি। কিন্তু তখন নিজের পরিচয় গোপন রাখতে বাধ্য ছিলাম, কারণ আমার বাবা ছিলেন পরিচিতমুখ। ভারতীয় ক্রিকেটজগৎ নিরাপত্তাহীনতা আর বিষাক্ত পুরুষতান্ত্রিকতায় ভরা।"

লিঙ্গ রূপান্তরের পরকার্যক্রমের অভিজ্ঞতা নিয়ে অনন্যা বলেন, "কিছু মানুষের সমর্থন পেয়েছি, আবার কিছু ক্রিকেটারের কাছ থেকে পেয়েছি নগ্ন ছবি, গালাগালি এবং অনাকাঙ্ক্ষিত প্রস্তাব।"

অনন্যা আরও জানান, এক তারকা ক্রিকেটারকে নিজের পরিস্থিতি বোঝানোর পর সেই ক্রিকেটার নোংরা প্রস্তাব দেন, "তিনি বলেছিলেন, চলো গাড়ির ভেতরে যাই, আমি তোমার সঙ্গে শুতে চাই।"

অনন্যার এই বিস্ফোরক অভিযোগে ইতোমধ্যে ভারতীয় ক্রীড়াঙ্গনে নেমেছে আলোড়ন।

চাইলে আরও একটা "আরও নাটকীয়/চটকদার ভার্সন" করে দিতে পারি, যেটা খবরের কভারেজে বেশি দৃষ্টি কাড়বে। বলবেন?

শেয়ার বিজনেস24.কম

সর্বশেষ