
চার ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে টটেনহামকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের ২০তম লিগ শিরোপা ঘরে তোলে ক্লাবটি, যা ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ডের সমতাসূচক। উল্লাসে ভাসছে লিভারপুল শিবির, তবে এই আনন্দে ভাটা পড়েছে দলের কিছু খেলোয়াড়ের মনে—কারণ, তাঁরা হয়তো এই জয়ের পদকই পাবেন না।
প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়নের পদক পেতে হলে কোনো খেলোয়াড়কে অন্তত পাঁচটি ম্যাচে মাঠে নামতে হয়। লিগ কর্তৃপক্ষ প্রতিটি চ্যাম্পিয়ন দলকে ৪০টি পদক দেয়। নিয়ম অনুযায়ী ২১ জন লিভারপুল খেলোয়াড় ইতিমধ্যেই পদক পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তাদের মধ্যে আছেন মোহাম্মদ সালাহ, আলিসন, ফন ডাইক, ট্রেন্ট, দিয়াজ, নুনিয়েজসহ মূল একাদশের তারকারা।
তবে পদক পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন ১১ জন খেলোয়াড়, যাঁদের মধ্যে রয়েছেন ফেদেরিকো কিয়েসা, ভিতেজলাভ ইয়ারোস, হার্ভি ডেভিস, আইজ্যাক মাবায়া, ট্রে নিওনি ও অন্যরা। এদের বেশিরভাগই মৌসুমে একটি ম্যাচও খেলেননি। কিয়েসা এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন, আর একটি ম্যাচ খেললেই তিনি পদক পাওয়ার নিয়ম পূরণ করবেন। অন্যদিকে ইয়ারোস খেলেছেন মাত্র এক ম্যাচ, তাঁকে বাকি চার ম্যাচেই মাঠে নামতে হবে পদকের জন্য।
শেষ চার ম্যাচে সুযোগ পেলে হয়তো তাঁদের কেউ কেউ সরাসরি পদকপ্রাপ্তদের তালিকায় নাম লেখাতে পারবেন। না হলে ক্লাব চাইলে হাতে থাকা পদকগুলো থেকে তাঁদের কোনোটি উপহার দিতে পারে। তবে তা নির্ভর করছে কোচ এবং ক্লাব পরিচালনার সিদ্ধান্তের ওপর।