
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যবধানে শীর্ষ আটটি কোম্পানির বাজার মূলধন বেড়েছে। গত সপ্তাহে কোম্পানিগুলোর বাজার মূলধন বেড়েছে ১৯ হাজার ৯৯২ কোটি টাকা। বিনিয়োগকারীদের নজর এখন এসব শেয়ারে।
কোম্পানিগুলোর সাপ্তাহিক বাজার মূলধনসংক্রান্ত তথ্য পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
জানা যায়, ডিএসইর মোট বাজার মূলধনের ১০ দশমিক ৪৩ শতাংশ নিয়ে গত সপ্তাহে শীর্ষে রয়েছে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির বাজার মূলধনের পরিমাণ ৪২ হাজার ৯১৩ কোটি টাকা। আগের সপ্তাহ শেষে বাজার মূলধন ছিল ৩৪ হাজার ৪০৬ কোটি টাকা। সে হিসাবে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৫০৭ কোটি টাকা।
বাজার মূলধনের দিক থেকে শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি। গত সপ্তাহ শেষে প্রতিষ্ঠানটির বাজার মূলধন দাঁড়িয়েছে ২২ হাজার ৮১ কোটি টাকায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ১৭ হাজার ৯২৮ কোটি টাকা। সে তুলনায় কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ১৫৩ কোটি টাকা। ৫ দশমিক শূন্য ৯ শতাংশ বাজার মূলধন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। গত সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ৭১ কোটি টাকা। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ২০ হাজার ৯৫৬ কোটি টাকা।
বাজার মূলধনের দিক থেকে গত সপ্তাহে চতুর্থ অবস্থানে রয়েছে ওয়ালটন হাই-টেক পার্ক ইন্ডাস্ট্রিজ। এক্সচেঞ্জটির মোট মূলধনের ৪ দশমিক ৯০ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ১৫৪ কোটি টাকা, আগের সপ্তাহ শেষে যা ছিল ১৮ হাজার ৩৩৬ কোটি টাকা। গত সপ্তাহে পঞ্চম অবস্থানে রয়েছে টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা। গত সপ্তাহে প্রতিষ্ঠানটির বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৭৬ কোটি টাকায়, আগের সপ্তাহ শেষে যা ১২ হাজার ৪১৪ কোটি টাকা। সে হিসাবে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৫৬২ কোটি টাকা। পরের অবস্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের বাজার মূলধন গত সপ্তাহ শেষে ১০ হাজার ৩৫৭ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা অপরিবর্তিত।
বাজার মূলধনের দিক থেকে পরের অবস্থানে রয়েছে ওষুধ খাতের আরেক কোম্পানি রেনাটা পিএলসি। কোম্পানিটির বাজার মূলধন গত সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৬৫২ কোটি টাকায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৮ হাজার ১৪২ কোটি টাকা।
বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) বাজার মূলধনের দিক থেকে অষ্টম অবস্থানে রয়েছে। গত সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৮ হাজার ৬০৯ কোটি টাকায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৭ হাজার ৫১৯ কোটি টাকা। সে হিসাবে ইউপিজিডিসিএলের বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯০ কোটি টাকা। বার্জার পেইন্টসের সপ্তাহ শেষে বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫৬৯ কোটি টাকায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৮ হাজার ৪৩৮ কোটি টাকা।
বাজার মূলধনের দিকে থেকে শীর্ষ ১০ কোম্পানির সবশেষে রয়েছে ব্র্যাক ব্যাংক। গত সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৮ হাজার ৩০০ কোটি টাকায়।
শেয়ার বিজনেস24.কম