ঢাকা   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

নেগেটিভ ইক্যুইটি সমস্যায় ব্রোকারদের আলাদা রোডম্যাপ চাইল বিএসইসি

শেয়ারবাজার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:০১, ২৩ এপ্রিল ২০২৫

আপডেট: ১৩:২৮, ২৩ এপ্রিল ২০২৫

সর্বশেষ

নেগেটিভ ইক্যুইটি সমস্যায় ব্রোকারদের আলাদা রোডম্যাপ চাইল বিএসইসি

ফাইল ফটো

দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মার্জিন ঋণের বিপরীতে অনাদায়ী ক্ষতি, অর্থাৎ নেগেটিভ ইক্যুইটি, বর্তমানে অন্যতম বড় সমস্যা। এ পরিস্থিতি সমাধানে ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে পৃথক পরিকল্পনা চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সমস্যার মূল চিত্র

মার্জিন ঋণের বিপরীতে যে পরিমাণ সম্পদ থাকা উচিত, সেটার ঘাটতি বা অনাদায়ী অংশই হলো নেগেটিভ ইক্যুইটি। দীর্ঘদিনের পুঞ্জিভূত এই সমস্যা বাজারে অস্থিরতা সৃষ্টি করছে এবং বিনিয়োগকারীদের আস্থা দুর্বল করছে।

বিএসইসির নির্দেশনা

মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীতে শীর্ষ ব্রোকারেজ হাউজগুলোর সঙ্গে বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, “সব ব্রোকারেজ হাউজের সমস্যা একরকম নয়। তাই কার কী সমস্যা এবং কীভাবে সমন্বয় সম্ভব, তা নির্দিষ্ট করে আলাদা প্রস্তাব পাঠাতে হবে। কমিশন সেসব বিবেচনায় নেবে।”

সম্ভাব্য প্রভাব

নিয়ন্ত্রক সংস্থার এমন উদ্যোগ পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছেন বাজার সংশ্লিষ্টরা। পাশাপাশি, ব্রোকারেজ হাউজগুলোর আর্থিক কাঠামোও আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ