ঢাকা   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

৯ মাসে ১৭% ব্যবসা বৃদ্ধিতে মতিন স্পিনিংয়ের রেকর্ড: মুনাফায় ১৪০% উ

শেয়ারবাজার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:২৮, ২৩ এপ্রিল ২০২৫

আপডেট: ১০:৫১, ২৩ এপ্রিল ২০২৫

সর্বশেষ

৯ মাসে ১৭% ব্যবসা বৃদ্ধিতে মতিন স্পিনিংয়ের রেকর্ড: মুনাফায় ১৪০% উ

মতিন স্পিনিংয়ের এমডি এম এ জব্বার

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) ৬৫০ কোটি টাকার ব্যবসা করেছে বস্ত্র খাতের অন্যতম প্রতিষ্ঠান মতিন স্পিনিং। আগের বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যবসার পরিমাণ ছিল ৫৫৭ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে ডিবিএল গ্রুপের সহযোগী কোম্পানিটি ব্যবসায় ৯৩ কোটি টাকা বা প্রায় ১৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। শুধু ব্যবসাই নয়, মুনাফাতেও কোম্পানিটি রেকর্ড উন্নতি দেখিয়েছে।

গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই থেকে মার্চ সময়ে মতিন স্পিনিং ৩৬ কোটি টাকা মুনাফা করেছে, যা আগের বছরের ১৫ কোটি টাকার তুলনায় ২১ কোটি টাকা বা ১৪০ শতাংশ বেশি। এ সময়ে শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৩ টাকা ৬৬ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৫৬ পয়সা।

মতিন স্পিনিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ জব্বার মুনাফা বৃদ্ধির পেছনে উৎপাদন সক্ষমতার ভালো ব্যবহার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং উচ্চমূল্যের পণ্য উৎপাদনকৌশলকে বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি উৎপাদন খরচ নিয়ন্ত্রণেও কোম্পানিটি সফল হয়েছে বলে জানান তিনি।

বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরে ব্যবসা ৯৩ কোটি টাকা বেড়েছে, যেখানে কাঁচামাল আমদানির খরচ বেড়েছে মাত্র ৪১ কোটি টাকা (৮ শতাংশ)। ফলে পরিচালন মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ কোটি টাকায়, যা গত বছরের ৩০ কোটি টাকার তুলনায় ৪৮ কোটি টাকা বেশি।

তিনটি প্রান্তিকের মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে জুলাই-সেপ্টেম্বর সময়ে, ২২৫ কোটি টাকার। এরপর অক্টোবর-ডিসেম্বরে ২২১ কোটি এবং জানুয়ারি-মার্চ প্রান্তিকে ২০৪ কোটি টাকার ব্যবসা করেছে। তবে মুনাফার দিক থেকে অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকটি ছিল সবচেয়ে ফলপ্রসূ, যেখানে প্রায় সাড়ে ১৫ কোটি টাকা লাভ করেছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে, মুনাফা বাড়লেও সার্বিক বাজার মন্দার কারণে গতকাল শেয়ারবাজারে মতিন স্পিনিংয়ের শেয়ারের দাম কমেছে। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ২০ পয়সা বা প্রায় পৌনে ৩ শতাংশ কমে দাঁড়ায় ৪৪ টাকা ৫০ পয়সায়। গত ৫ মাসে শেয়ারের দর প্রায় ২২ শতাংশ কমেছে, যেখানে গত নভেম্বরে একসময় শেয়ারের মূল্য ছিল ৫৭ টাকা ২০ পয়সা।

সর্বশেষ