ঢাকা   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

বাঁচাও শেয়ারবাজার: বিনিয়োগকারীদের ক্ষোভে উত্তাল মতিঝিল

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ০০:১৬, ২৪ এপ্রিল ২০২৫

বাঁচাও শেয়ারবাজার: বিনিয়োগকারীদের ক্ষোভে উত্তাল মতিঝিল

শেয়ারবাজারে লাগাতার পতন ও বিনিয়োগে ভয়াবহ ক্ষতির প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজধানীর মতিঝিল। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে বুধবার (২৩ এপ্রিল) জোরালো বিক্ষোভে অংশ নেন শত শত সাধারণ বিনিয়োগকারী।

বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে জড়ো হন সংগঠনের নেতাকর্মী ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। মুখে স্লোগান, হাতে প্ল্যাকার্ড—চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে একটাই আহ্বান: “বাঁচাও শেয়ারবাজার, সরাও ব্যর্থ নেতৃত্ব।”

বিক্ষোভকারীদের অভিযোগ, বিএসইসি চেয়ারম্যান শেয়ারবাজারের প্রকৃত অবস্থা অনুধাবনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। শুধু সাধারণ বিনিয়োগকারীরাই নন, বরং বাজারসংশ্লিষ্ট সাবেক অভিজ্ঞ ব্যক্তিরাও তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

তারা বলেন, “চেয়ারম্যানের ভুল নীতিমালা ও বাজার বিষয়ে অস্পষ্ট অবস্থানই বিনিয়োগকারীদের আস্থা ধ্বংস করেছে।” ক্ষোভের সুরে আরও যোগ করেন, “তাকে সরাতে হবে, এটাই এখন সময়ের দাবি।”

মতিঝিলের বাতাস ভারী হয়ে ওঠে বিনিয়োগ হারানো মানুষের হাহাকার আর স্লোগানে। এক অসহায় বিনিয়োগকারী চোখের জল মুছে আর্তনাদ করে বলেন, “বাঁচাও শেয়ারবাজার, বাঁচাও আমাদের ভবিষ্যৎ!”