ঢাকা   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের সঙ্গে সংযোগ বাড়াতে নতুন চুক্তি করল সৌদিয়া

বাংলাদেশের সঙ্গে সংযোগ বাড়াতে নতুন চুক্তি করল সৌদিয়া

সৌদিয়া গ্রুপ তাদের বিমানবহরে যুক্ত করতে যাচ্ছে ২০টি নতুন ওয়াইড-বডি এ৩৩০নিও বিমান, যা বাংলাদেশের সঙ্গে তাদের সংযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই চুক্তি এয়ারবাসের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে এবং এর মধ্যে রয়েছে ১০টি কম খরচের ক্যারিয়ার ফ্লাইএডিল বিমানও। সৌদিয়া গ্রুপের মহাপরিচালক ইঞ্জিনিয়ার ইব্রাহিম আল-ওমর এবং এয়ারবাসের বাণিজ্যিক বিমান ব্যবসার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিশ্চিয়ান শেরারের উপস্থিতিতে ফ্রান্সের তুলুসে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এটি সৌদি আরব এবং বাংলাদেশের মধ্যে বিমান যোগাযোগ বাড়াতে সাহায্য করবে, যা পর্যটন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এ৩৩০নিও মডেলটির ডেলিভারি ২০২৭ সালে শুরু হওয়ার কথা রয়েছে। ইঞ্জিনিয়ার ইব্রাহিম আল-ওমর বলেন, "এই চুক্তি আমাদের বিমানবহরের আধুনিকায়ন এবং সম্প্রসারণের পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি সৌদি ভিশন ২০৩০-এর সঙ্গে সঙ্গতি রেখে ২৫০টি গন্তব্যের সংযোগ এবং ৩৩ কোটি ভ্রমণকারী ও ১৫ কোটি পর্যটককে আরও সহজে পরিবহণের সুযোগ সৃষ্টি করবে।"

এই পদক্ষেপ সৌদি আরবের আন্তর্জাতিক বিমান পরিষেবার প্রসারে এবং বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক আরও শক্তিশালী করতে সহায়ক হবে।