ঢাকা   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

নকশায় চেনা যায় যাঁকে, তিনিই সাফিয়া সাথী

নারী ও নারী উদ্যোক্তা

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৬:২২, ২৯ এপ্রিল ২০২৫

নকশায় চেনা যায় যাঁকে, তিনিই সাফিয়া সাথী

পোশাকের নকশা কখনো কখনো নিজেই বলে দেয়, সেটা কোন ডিজাইনারের হাতের কাজ। বিশেষ কাট, দেশীয় উপকরণ কিংবা সূক্ষ্ম কারুকাজে তৈরি সেই বিশেষত্ব দিয়ে আলাদা হয়ে ওঠেন ডিজাইনার সাফিয়া সাথী। তাঁর নকশা করা পোশাক এখন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ—সবারই পছন্দের তালিকায়। বিয়ের পোশাককে ভিন্নমাত্রা দেওয়ার কারণে নিজের নামটা তিনি জায়গা করে নিয়েছেন ফ্যাশনপ্রেমীদের হৃদয়ে।

সাফিয়ার কাজের বিশেষত্ব হলো ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। কখনো তাঁতের শাড়ি, সিল্ক কিংবা জামদানিতে আভিজাত্য তুলে ধরেন, আবার কখনো জারদৌসির ভারী কাজেও আনেন আত্মার ছোঁয়া। তাঁর তৈরি পোশাকে থাকে ‘ওয়াও ফ্যাক্টর’, যা দেশীয় উপকরণের সম্মান বাড়ায় বহুগুণ। সম্প্রতি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর গায়েহলুদের বেগুনি লেহেঙ্গাও সেই প্রশংসার স্রোতে যুক্ত হয়েছে।

সাফিয়ার মতে, ফ্যাশন হওয়া উচিত এমন যা সময়ের ধারায় বদলালেও নিজের সৌন্দর্য হারায় না। তাই তিনি এমন পোশাক বানাতে চান যা যুগ পেরিয়েও প্রাসঙ্গিক থাকে। তাঁর ভাষায়, “জামদানি আমাকে যতটা নাড়ায়, অনেক দামি কাপড়েও সেই অনুভূতি পাই না।”

ব্যক্তিগতভাবে সাফিয়া নিজে খুব সহজ-সরল পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন—বেশির ভাগ সময় ওভারসাইজ ট্রাউজার আর টি-শার্টেই তাঁকে দেখা যায়। তবে ক্রেতাদের জন্য তাঁর তৈরি পোশাকে থাকে ঋতু, উপলক্ষ, আরাম এবং আত্মবিশ্বাসের নিখুঁত সমন্বয়।

এই কারণেই আজ সাফিয়া সাথীর ডিজাইন শুধু পোশাক নয়, হয়ে উঠেছে ব্যক্তিত্বের পরিচয়।