facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ ফেব্রুয়ারি শুক্রবার, ২০২৫

Walton

অতিরিক্ত ব্যয়ে ১৩ বিমা কোম্পানিকে ৫৫ লাখ টাকা জরিমানা


১১ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার, ১২:০৩  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


অতিরিক্ত ব্যয়ে ১৩ বিমা কোম্পানিকে ৫৫ লাখ টাকা জরিমানা

সরকার নির্ধারিত সীমার অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করায় ১৩টি সাধারণ বিমা কোম্পানিকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আইডিআরএর বিশেষ প্রতিবেদনে উঠে আসা তথ্য অনুযায়ী, এই কোম্পানিগুলোর মধ্যে ৮টির অবৈধ ব্যয়ের পরিমাণ ছিল ২০ শতাংশের বেশি, যার ফলে তাদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসব কোম্পানির তালিকায় রয়েছে—মেঘনা ইনস্যুরেন্স, দেশ জেনারেল ইনস্যুরেন্স, বাংলাদেশ কো-অপারেটিভ ইনস্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স, তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স, গ্লোবাল ইনস্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্স এবং ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ।

এছাড়া, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, রিপাবলিক ইনস্যুরেন্স, পিপলস ইনস্যুরেন্স, এক্সপ্রেস ইনস্যুরেন্স এবং ইস্টার্ন ইনস্যুরেন্সকে ৩ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া, অনিয়মের বিষয়ে সতর্ক করা হয়েছে আরও ৬টি নন-লাইফ বিমা কোম্পানিকে, যেগুলো হলো—নিটল ইনস্যুরেন্স, প্রগতি ইনস্যুরেন্স, প্রাইম ইনস্যুরেন্স, ফিনিক্স ইনস্যুরেন্স, রূপালী ইনস্যুরেন্স এবং সোনার বাংলা ইনস্যুরেন্স।

বিমা খাতে শৃঙ্খলা ফেরাতে আইডিআরএর এমন শাস্তিমূলক ব্যবস্থা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

অর্থ ও বাণিজ্য -এর সর্বশেষ