০৪ জুলাই ২০১৬ সোমবার, ০৯:৫৪ পিএম
শেয়ার বিজনেস24.কম
ঈদকে কেন্দ্র করে রাজধানীর সব লোকাল বাসকে সিটিং সার্ভিস বানিয়ে সর্বনিন্ম ৫০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সদরঘাটসহ দেশের নদীবন্দর ও নৌঘাটসমূহে যাত্রী পারাপারে ৫০ পয়সার টোল ইজারাদাররা ৮/১০ টাকা হারে আদায় করছে। ৩/৪ টাকার পণ্যভাড়া ৩শ থেকে ৫শ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।
এছাড়াও সারাদেশের আন্তঃজেলা ও দূরপাল্লার বাসে দ্বিগুণ-তিনগুণ দামে টিকিট ইস্যু করা হচ্ছে। রাজধানীর অটোরিকশাগুলো ৫০ টাকার ভাড়ার যাত্রাপথে ৫শ থেকে ৬শ টাকা করে নিচ্ছে। প্রাইভেটকার ও ট্যাক্সিসমূহও দ্বিগুণ ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে।
এ পরিস্থিতিকে সংকটময় উল্লেখ করে সংশ্লিষ্ট সকলকে ভূক্তভোগী যাত্রীদের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবার সংগঠনের পক্ষ থেকে দেশের গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।
বিবৃতিতে সারাদেশের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, বিআইডব্লিডটিএ, বিআরটিএ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে যাত্রী সাধারণের পাশে দাঁড়ানোর আহ্বান জানায় সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর ঈদে সৃষ্ট এসব দুর্ভোগ লাঘবে সময়োচিত পদক্ষেপ না নেয়ায় যাত্রীরা পদে পদে ঠকবাজি ও হয়রানির শিকার হচ্ছে অভিযোগ করা হয়।
সংগঠনের পরিসংখ্যান অনুযায়ী, রিকশায় গন্তব্যভেদে ঈদ বকশিশের নামে ১০-১০০ টাকা পর্যন্ত, টেম্পু হিউম্যান হলারে যাত্রাপথে ১০-২০ টাকা পর্যন্ত, বাস-মিনিবাসে ৫০-৮০০ টাকা পর্যন্ত, লঞ্চে ১০০-১৫০০ টাকা পর্যন্ত, সিএনজি অটোরিকশা ও টেক্সিক্যাবে ৫০-৩০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের চিত্র লক্ষ্য করা গেছে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দেশের সড়ক, রেল, নৌ ও আকাশ পথে এবারের ঈদে ঢাকা থেকে ৯২ লাখ, চট্টগ্রাম মহানগর থেকে ৩১ লাখ, সিলেট থেকে ৮ লাখ, খুলনা থেকে ১২ লাখ, রাজশাহী থেকে ৯ লাখ এবং বরিশাল থেকে ৩ লাখ মানুষ দেশের বিভিন্ন গন্তব্যে যাচ্ছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।