২৪ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার, ০১:১৭ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
দেশে অনুমোদনহীন বেতার যন্ত্র বেচাকেনা বন্ধে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয় বিটিআরসি।
এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিটিআরসির অনুমোদনের বাইরে ব্যক্তি বা প্রতিষ্ঠান বেতার যন্ত্র আমদানি বা প্রস্তুত করছে। এ ছাড়া দেশি-বিদেশি অনলাইন পোর্টাল, ইলেক্ট্রনিক্স বাজার অথবা অন্য কোনো মাধ্যম থেকে ক্রয় ও বিক্রয় করা হচ্ছে। যা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ (সংশোধিত-২০১০)-এর ধারা ৫৫(১) অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ এসব বেচাকেনা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। অন্যথায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বেতার যন্ত্রগুলোর মধ্যে রয়েছে- সেট টপ বক্স, স্যাটেলাইট রিসিভার, রিফ্লেকটরসেট, এ্যান্টিনা, এলএনবি, ট্রান্সমিটার, এ্যামপ্লিফায়ার, মডুলেটর, স্যাটেলাইট ফ্রিকোয়েন্সি কনভার্টার ইত্যাদি।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।