facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪

Walton

অনুমোদনের অপেক্ষায় ১৮ কোম্পানির আইপিও


২৫ নভেম্বর ২০১৬ শুক্রবার, ০৫:৪৭  পিএম

শেয়ার বিজনেস24.কম


অনুমোদনের অপেক্ষায় ১৮ কোম্পানির আইপিও

প্রাথমিক গণপ্রস্তাবের জন্য (আইপিও) ১৮টি কোম্পানি আবেদন করেছে। আইপিও পাইপলাইনে থাকা কোম্পানিগুলোর মধ্যে ১০টি কোম্পানি বুকবিল্ডিং পদ্ধতিতে এবং বাকি ৮টি কোম্পানি স্থির মূল্য পদ্ধতিতে পুঁজিবাজারে আসতে আগ্রহী। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুকবিল্ডিং পদ্ধতিতে আইপিওতে আসতে আগ্রহী কোম্পানিগুলো হলো- এসটিএস হোল্ডিংস (অ্যাপোলো হাসপাতাল) ৩০ কোটি টাকা, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ৬০ কোটি টাকা, বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক ৫৫ কোটি টাকা, ডেল্টা হসপিটাল ৫০ কোটি টাকা, বসুন্ধরা পেপার মিলস ২০০ কোটি টাকা, পপুলার ফার্মাসিউটিক্যালস ৭০ কোটি টাকা, রানার অটোমোবাইলস ১০০ কোটি টাকা, আমরা নেটওয়ার্কস ৫৬ কোটি টাকা, আমান কটন ফেব্রিক্স ৮০ কোটি টাকা এবং ইনডেক্স এগ্রো ইন্ডাস্টিজ ৪০ কোটি টাকা।

অভিহিত বা স্থির মূল্য পদ্ধতিতে আইপিওতে আসতে আগ্রহী কোম্পানিগুলো হলো- ইফকো গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ২০ কোটি টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ২০ কোটি টাকা, বিবিএস কেবলস ২০ কোটি টাকা, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস কোম্পানি ২০ কোটি টাকা, ওইমেক্স ইন্ডাস্ট্রিজ ১৫ কোটি টাকা, অ্যামিউলেট ফার্মাসিউটিক্যালস ১৫ কোটি টাকা, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল ১৫ কোটি টাকা করে এবং নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার ৪৩ কোটি টাকা মূলধন সংগ্রহ করতে চায়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: