০৯ ডিসেম্বর ২০২৪ সোমবার, ০৯:৪৮ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের টানা দ্বিতীয় এশিয়া কাপ জয়ে একের পর এক নায়কের গল্প উঠে এসেছে। তবে সবচেয়ে বড় উজ্জ্বল নক্ষত্র হয়ে ফুটে উঠেছেন ডানহাতি পেসার ইকবাল হোসেন ইমন।
আফগানিস্তানের বিপক্ষে উইকেটকিপার ফরিদ হাসানের ক্যাচে শুরু হয়েছিল ইকবালের শিকারযাত্রা। সেই একই কায়দায় ফাইনালেও ভারতের ব্যাটসম্যান হরবংশ পাঙ্গালিয়াকে ফিরিয়ে দিয়ে টুর্নামেন্টে ১৩তম উইকেটটি নেন তিনি। এই উইকেটই তাঁকে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি বানিয়েছে। শুধু তাই নয়, ফাইনাল ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন ইকবাল।
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ইকবাল ছিলেন দুর্দান্ত। ম্যাচসেরা হয়ে তুলে নিয়েছিলেন ৪ উইকেট। ফাইনালেও ৩ উইকেট শিকার করে দলের শিরোপা নিশ্চিত করেন।
তবে এই সাফল্য কেবল ইকবালের একার নয়। অধিনায়ক আজিজুল হাকিম সামনে থেকেই দলকে নেতৃত্ব দিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত সেঞ্চুরি করেন তিনি। নেপাল ও পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৫২ ও ৬১ রানের ইনিংস খেলে নিজের ব্যাটিং দক্ষতা দেখিয়েছেন। টুর্নামেন্টে তাঁর সংগ্রহ ২৪০ রান, যা টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ। অলরাউন্ড পারফর্মার আজিজুল ফাইনালে ভারতের শেষ ৩টি উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
পেসার আল ফাহাদ ও রিজান হোসেনের নামও এই শিরোপাজয়ে স্মরণীয় হয়ে থাকবে। প্রথম ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে ফাহাদ ছিলেন শীর্ষ উইকেটশিকারি। যদিও ফাইনালে ইকবাল তাঁকে টপকে যান। নেপালের বিপক্ষে ২ উইকেট, শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেট এবং সেমিফাইনালে ২৩ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।
আরেক পেসার রিজান হোসেন শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেট শিকার করেন। পাকিস্তানের বিপক্ষে ৮ ওভারে মাত্র ১৩ রান দেন। ফাইনালে দলের সর্বোচ্চ ৪৭ রানও আসে তাঁর ব্যাট থেকে।
বাংলাদেশের ওপেনার কালাম সিদ্দিকি ও জাওয়াদ আবরার দলকে ভালো শুরু এনে দিয়েছেন। কালাম টুর্নামেন্টে দুই ফিফটি ও শ্রীলঙ্কার বিপক্ষে ৯৫ রানের অসাধারণ ইনিংস খেলেন। টুর্নামেন্টে তাঁর মোট রান ১৬২। জাওয়াদ করেছেন ১২০ রান।
মিডল অর্ডারে মোহাম্মদ শিহাব জেমস ফাইনালে ৪০ রানের ইনিংস খেলেন, যা তাকে দুবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব এনে দিয়েছে। টানা দুই এশিয়া কাপজয়ী দলের সদস্যদের মধ্যে ইকবাল, মারুফ, রাফিউজ্জামান এবং আশরাফুজ্জামানও আছেন।
বাংলাদেশের এই জয়ে প্রত্যেকের অবদানই সমানভাবে গুরুত্বপূর্ণ। বোলিং থেকে ব্যাটিং—সব বিভাগেই খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দিয়েছেন, আর সেই কারণেই যুব এশিয়া কাপের শিরোপা আবারও এসেছে বাংলাদেশের ঘরে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।