facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১১ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

অন্তর্বর্তীকালীন সরকারে কে কোন দায়িত্ব পেলেন


০৯ আগস্ট ২০২৪ শুক্রবার, ০১:৩৭  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


অন্তর্বর্তীকালীন সরকারে কে কোন দায়িত্ব পেলেন

নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলীল মধ্যে দায়িত্ববণ্টন করা হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টা।

সালেহ উদ্দিন আহমেদ থাকছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে, ড. আসিফ নজরুল থাকছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাসান আরিফ, পররাষ্ট্র মন্ত্রণালয়ে মো. তৌহিদ হোসেন,

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বসৈয়দা রিজওয়ানা হাসান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বেশারমীন এস মুরশিদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন. ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ড. আ. ফ. ম. খালিদ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ফরিদা আখতার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নুরজাহান বেগম দায়িত্ব পেয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: