facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

অপূর্ব যেন রহস্যমানব!


২৫ নভেম্বর ২০২৪ সোমবার, ১২:২২  পিএম

বিনোদন ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


অপূর্ব যেন রহস্যমানব!

টালিউডে মুক্তির অপেক্ষায় আছে ঢাকাই নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত সিনেমা ‘চালচিত্র’। এর মধ্যদিয়ে সুপারস্টার শাকিব খান, জয়া আহসানদের পরে কলকাতায় অভিষেক হতে যাচ্ছে তার। রোববার প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। যেখানে জানানো হয়েছে, আসন্ন বড়দিন উপলক্ষে অর্থাৎ ২০ ডিসেম্বর ওপার বাংলায় সিনেমাটি মুক্তি পাবে।

এর আগে, গেল অক্টোবর প্রকাশ্যে আসে সিনেমার টিজার। মাত্র ৪০ সেকেন্ডের টিজারে টানটান রহস্যের আভাস পাওয়া গিয়েছিল। সিনেমাজুড়ে যে ভরপুর লুকোচুরির খেলা রয়েছে- তা অনেকটাই স্পষ্ট। এতে টোটা রায়চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তীদের ভিড়ে নজর কেড়েছিলেন অপূর্ব।

এবার বাংলাদেশি এই অভিনেতার ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন ক্যাপশনে লিখেছে, ‘তার নাম কেউ জানে না কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব।’ প্রকাশিত পোস্টারে দেখা যায়, মুখভর্তি খোঁচা দাড়িতে অপূর্ব। ধূসর বর্ণের চোখে তাকিয়ে হাসছেন। তার ডান চোখের ওপর থেঁতলে গেছে। সিনেমাটি পরিচালনা করেছেন প্রীতম ডি গুপ্ত।

ক’দিন আগে এক সাক্ষাৎকারে অপূর্ব বলেছিলেন, ‘ভিন্ন ধাঁচের এই গল্পটা এত চমৎকার যে লোভ সামলাতে পারিনি। শুধু গল্পই না, চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং যেটা আরও বেশি আমাকে টেনেছে। দারুণ টিমের সঙ্গে কাজ হয়েছে। এ ধরনের একটি বড় কাজে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। আমি যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি, সর্বোচ্চভাবে সেই চেষ্টা করেছি।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: