facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫

Walton

অবশেষে রাশিয়া থেকে বিপুল পরিমাণ অর্থ সিরিয়ায় পৌঁছেছে


১৬ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ১০:৩৩  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


অবশেষে রাশিয়া থেকে বিপুল পরিমাণ অর্থ সিরিয়ায় পৌঁছেছে

সিরিয়ার অর্থনীতি তলানিতে, সরকার বেতন দিতে পারছে না কর্মচারীদের—এমন পরিস্থিতিতে সিরিয়া আশায় ছিল রাশিয়ার কাছ থেকে কিছু সহায়তা আসবে। অবশেষে, রাশিয়া থেকে বিপুল পরিমাণ অর্থ সিরিয়ায় পৌঁছেছে। তবে এ অর্থের পরিমাণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি সৃষ্টি হলেও, সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক শুক্রবার জানায়, তারা রাশিয়া থেকে পেয়েছে ৩ হাজার কোটি সিরিয়ান পাউন্ড।

এই বিপুল পরিমাণ অর্থ সিরিয়ায় পৌঁছেছে এমনটাই ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক, তবে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত পরিমাণের সঙ্গে এর কোনো মিল নেই। সিরিয়া ও তার জনগণের জন্য এই অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর এই অর্থ পৌঁছানোর কথা ছিল, কিন্তু বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর তা কিছুটা বিলম্বিত হয়।

প্লেন করে রাশিয়া থেকে দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো এই নতুন মুদ্রিত অর্থের পরিমাণ আগামী মাসগুলোতে আরও বাড়বে, বলে জানিয়েছে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক। যদিও সিরিয়ার অর্থনীতি এখনও সংকটময় অবস্থায় রয়েছে, বিশেষ করে ডলারের বিপরীতে সিরিয়ান পাউন্ডের মান দ্রুত পড়ে যাওয়ায়।

অর্থনীতিবিদরা মনে করেন, শিগগিরই পরিস্থিতির উন্নতি সম্ভব হবে না, যদি না উৎপাদন এবং বিনিয়োগ বৃদ্ধি পায়। নির্বাচিত সরকার না এলে সরকারের প্রেসিডেন্টও বাজার নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন না।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ