facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪

Walton

অভিনয় ছেড়ে দেবেন অহনা


২১ অক্টোবর ২০২৪ সোমবার, ১১:০১  এএম

বিনোদন ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


অভিনয় ছেড়ে দেবেন অহনা

২০০৭ সালে ‘বিনোদন বিচিত্রা’ ফটো সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মাধ্যমে অভিনয়ে নাম লেখান অহনা। চলচ্চিত্র, নাটক— দুই অঙ্গনেই দেখা গেছে তাকে। তবে জায়গা করে নিয়েছেন ছোটপর্দায়। পেয়েছেন জনপ্রিয়তাও। এবার দিলেন অভিনয় থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত।

সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে অহনা অভিনয় ছাড়ার ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘অনেকটা বছর তো আমাকে দেখলেন, আরও ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আসছেন- তাদেরও দেখা উচিত। এখন যে ধরনের চরিত্র আমার সঙ্গে যায় না সে ধরনের চরিত্রে কাজ করতেও চাই না। অনেক দিন কাজ করলাম, এবার অন্যদিকে মনোযোগ দিতে চাই।’ তবে কবে থেকে অভিনয়কে বিদায় জানাবেন সে বিষয় স্পষ্ট করেননি। শিগগিরই জানাবেন বলে জানিয়েছেন।

এদিকে সম্প্রতি অহনা অভিনীত প্রবাসীর স্ত্রী নাটকটি ৫ মিলিয়ন দর্শক পেয়েছে। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম। অহ্না বলেন, ‘প্রবাসীর স্ত্রী একটি সত্য গল্প অবলম্বনে নির্মাণ করা। গল্পটি আমাদের প্রত্যেকের চেনা। এ নাটকটি ৫ মিলিয়ন ভিউ হয়েছে। বন্যার সময় নাটকটি আপলোড করা হয়েছে, আমরা কেউ শেয়ার দিইনি তারপরও মানুষ দেখেছেন। তাদের এই ভালোবাসায় আমি অনেক খুশি।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: