facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪

Walton

অস্ট্রেলিয়ায় নতুন কর্ম ভিসা: ৪৫৬ পেশার তালিকা ও সহজ শর্তাবলী


০৭ ডিসেম্বর ২০২৪ শনিবার, ০৯:১৪  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


অস্ট্রেলিয়ায় নতুন কর্ম ভিসা: ৪৫৬ পেশার তালিকা ও সহজ শর্তাবলী

 

অস্ট্রেলিয়ার কর্মবাজারে বড় পরিবর্তন আসছে। আজ শনিবার (৭ ডিসেম্বর) থেকে দেশটিতে চালু হচ্ছে নতুন ‘স্কিলস ইন ডিমান্ড’ কর্ম ভিসা। অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ গত মঙ্গলবার এক ঘোষণায় এ নতুন ভিসা পদ্ধতির কথা জানায়।

নতুন ভিসার জন্য একটি বিশাল ৪৫৬টি পেশার তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে পুরোনো ও অপ্রাসঙ্গিক পেশাগুলো বাদ দিয়ে কোর স্কিলের উপর ভিত্তি করে তালিকা সাজানো হয়েছে।

পুরনো জনপ্রিয় ভিসা বাতিল
একই সঙ্গে বিদায় নিচ্ছে বর্তমানে বহুল জনপ্রিয় সাবক্লাস ৪৮২ টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা, যা ২০১৭ সালে সাবক্লাস ৪৫৭-এর স্থলাভিষিক্ত হয়েছিল। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, আগের তুলনায় নতুন ভিসাপ্রক্রিয়া সহজ করা হয়েছে। তবে ইংরেজি ভাষা দক্ষতা নতুন ভিসার ক্ষেত্রে বাধ্যতামূলক।

কী থাকছে নতুন ভিসায়?

  • সহজ শর্ত: মাত্র এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই আবেদনের সুযোগ।
  • বেতন সুবিধা: কম বেতনের চাকরিতেও আবেদন করা যাবে।
  • বিস্তৃত পেশা তালিকা: কোর স্কিল পেশার তালিকায় ৪৫৬টি পেশা অন্তর্ভুক্ত হলেও জনপ্রিয় কিছু পেশা, যেমন রেস্তোরাঁ ব্যবস্থাপকসেলুন ব্যবস্থাপক, তালিকা থেকে বাদ পড়েছে।

নতুন মেধাবী ভিসা ‘ন্যাশনাল ইনোভেশন’
এর পাশাপাশি বিশেষ মেধার জন্য আসছে আরেকটি নতুন ভিসা, যার নাম ‘ন্যাশনাল ইনোভেশন ভিসা’। ধারণা করা হচ্ছে, এটি বর্তমান সাবক্লাস ৮৫৮ গ্লোবাল ট্যালেন্ট ভিসা-এর জায়গা নেবে। তথ্যপ্রযুক্তি, অর্থনীতি এবং অন্যান্য খাতের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অসাধারণ মেধাবীদের জন্য এটি স্থায়ী বসবাসের সুযোগ তৈরি করবে।

অভিবাসন আইনজীবীরা মনে করছেন, নতুন এই উদ্যোগ অস্ট্রেলিয়ার কর্মবাজারকে আরও প্রতিযোগিতামূলক এবং আধুনিক করবে। তবে আবেদনকারীদের দক্ষতা, ইংরেজি জ্ঞান ও অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হবে।

লেখক: কাউসার খান, অভিবাসন আইনজীবী, সিডনি, অস্ট্রেলিয়া।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শিক্ষা -এর সর্বশেষ