facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৮ সেপ্টেম্বর রবিবার, ২০২৪

marcelbd

অস্ত্রোপচার করতে হবে না মেসির পায়ে


১৭ জুলাই ২০২৪ বুধবার, ০৫:৩২  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


অস্ত্রোপচার করতে হবে না মেসির পায়ে

ডান পায়ের গোড়ালির লিগামেন্ট ছিড়ে গেছে লিওনেল মেসির। এ কারণে তার ক্লাব ইন্টার মিয়ামির পক্ষ থেকে জানানো হয়েছে, কবে মেসি ফিরতে পারবেন, সে নিশ্চয়তা নেই।

কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে ৬৪তম মিনিটে গোড়ালির ইনজুরিতে পড়ে মাঠ ছেড়ে যান মেসি। পরে ডাগআউটে বসে কাঁদতে দেখা যায় মেসিকে। সর্বশেষ কোপা শিরোপার উল্লাসে মেতে ওঠেন মেসিরা।

কোপা আমেরিকা শিরোপা জয়ের দু’দিন পর মেসির গোড়ালির আহত জায়গায় পরীক্ষা-নীরিক্ষা করা হয়। এরপর মিয়ামির পক্ষ থেকে জানানো হয়েছে, গোড়ালির লিগামেন্ট ছিড়ে গেছে। ফলে মাঠে কবে ফিরবেন, সে নিশ্চয়তা নেই।

তবে এই দুঃসংবাদের মাঝে মেসি ভক্তদের জন্য সুসংবাদ হলো, মেসির গোড়ালির হাড়ে কোনো আঘাত লাগেনি। ইন্টার মিয়ামির পক্ষ থেকে বলা হয়েছে, মেসির গোড়ালিতে কোনো অস্ত্রোপচারও করা লাগবে না। তবুও, এই ইনজুরি থেকে তিনি কবে সেরে উঠবেন, তা এখনই বলা যাচ্ছে না।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: