০৭ ডিসেম্বর ২০২৪ শনিবার, ০৯:০৭ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
অ্যান্টার্কটিকায় যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি জহির ইসলামছবি: জহির ইসলামের সৌজন্যে |
ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা একজন ভ্রমণপিয়াসী ব্যক্তির স্বপ্ন ছিল অ্যান্টার্কটিকা ভ্রমণ। স্কুল-কলেজের সময় থেকেই স্কাউটিংয়ের মাধ্যমে ঘোরাঘুরির শখ গড়ে ওঠে তার। ২০০৫ সালে উচ্চমাধ্যমিক শেষ করে যুক্তরাজ্যে পড়তে গিয়েই শুরু হয় তার বিশ্ব ভ্রমণের অধ্যায়। ৬টি মহাদেশের বিভিন্ন দেশ ঘুরে এবার তিনি পা রাখলেন বিশ্বের শীতলতম মহাদেশ অ্যান্টার্কটিকায়।
অ্যান্টার্কটিকা ভ্রমণের খরচ কত?
অ্যান্টার্কটিকায় যেতে গেলে প্রধান খরচ পড়বে জাহাজের প্যাকেজে। এই প্যাকেজের মূল্যের উপর নির্ভর করে ভ্রমণের খরচ।
এছাড়া বিমানভাড়া, হোটেলে থাকা-খাওয়া ও আনুষঙ্গিক খরচও যুক্ত হয়।
বাংলাদেশ থেকে কেউ অ্যান্টার্কটিকা অভিযানে যেতে চাইলে গড়ে ১৫ থেকে ২০ লাখ টাকা খরচ হবে। তবে পরিকল্পনা এবং প্যাকেজ অনুসারে এই খরচ কমানোও সম্ভব।
ভ্রমণ অভিজ্ঞতা:
লন্ডনে স্ত্রী ও দুই মেয়েকে রেখে অভিযাত্রী ২৮ অক্টোবর আর্জেন্টিনায় পৌঁছান। ১ নভেম্বর বিশ্বের সর্ব দক্ষিণের শহর উসুয়াইয়া থেকে জাহাজে রওনা হয়ে ১৩ নভেম্বর শেষ হয় এই রোমাঞ্চকর অভিযান। জাহাজে ১০০ জন অভিযাত্রীর সাথে তিনি ঘুরে দেখেছেন বরফে ঢাকা অ্যান্টার্কটিকার বিস্তীর্ণ প্রান্তর। তার কেবিনমেট ছিলেন সিঙ্গাপুরের একজন নাগরিক।
ভ্রমণের দিনগুলোতে তিনি অ্যান্টার্কটিকার প্রকৃতি, প্রাণী এবং প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরায় বন্দী করেছেন। এটি শুধু ভ্রমণ নয়, বরং একটি জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।
পরিশেষে:
অ্যান্টার্কটিকা ভ্রমণ যেমন ব্যয়বহুল, তেমনি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। যারা প্রকৃত ভ্রমণপিপাসু, তাদের জন্য এই ভ্রমণ হতে পারে জীবনের অন্যতম বড় রোমাঞ্চ।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।