facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০১ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

অ্যান্ড্রয়েডের একাধিক সংস্করণে ত্রুটি


০৬ ডিসেম্বর ২০২৩ বুধবার, ০৪:৫৩  পিএম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


অ্যান্ড্রয়েডের একাধিক সংস্করণে ত্রুটি

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একাধিক সংস্করণে ৮৫টি নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। বিষয়টি জানার পর অ্যান্ড্রয়েডে চলা সব যন্ত্রের জন্য জরুরি নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করেছে গুগল।

এই হালনাগাদে ‘সিভিই-২০২৩-৪০০৮৮’ নামের একটি জটিল ত্রুটিসহ সব কটি ত্রুটির সমাধান করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আর তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন নিরাপত্তা প্যাচটি সবাইকে দ্রুত ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা।

গুগলের তথ্যমতে, অ্যান্ড্রয়েড ১১, ১২, ১২ এল, ১৩ ও ১৪ অপারেটিং সিস্টেমে এসব ত্রুটি থাকায় প্রায় সব ব্যবহারকারী সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন। ত্রুটিগুলোর মধ্যে একটি ভয়ংকর, যেটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা চাইলেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটারে দূর থেকে কোড যুক্ত করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে।

সর্বশেষ পাঁচটি সংস্করণেই ত্রুটি থাকায় যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। তবে ত্রুটিগুলো কাজে লাগিয়ে এরই মধ্যে সাইবার হামলার কোনো ঘটনা ঘটেছে কি না, তা জানায়নি গুগল। পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নতুন নিরাপত্তা প্যাচটি নামিয়ে ব্যবহার করা যাবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ