facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি বুধবার, ২০২৫

Walton

আ.লীগের লিফলেট বিতরণে গ্রেপ্তার হুঁশিয়ারি


০৩ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার, ১১:১১  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


আ.লীগের লিফলেট বিতরণে গ্রেপ্তার হুঁশিয়ারি

যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে, তাদের গ্রেপ্তার করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, "আমাদের কড়া বার্তা— যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের লিফলেটে আপত্তিকর তথ্য রয়েছে, যা বিতরণ করা বেআইনি। তাই যারা এসব লিফলেট বিতরণ করবে, তাদের গ্রেপ্তার করা হবে।"

এ সময় তিনি আরও বলেন, "৫ আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তারা দাবি করছে, বিভিন্ন ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন, যা সম্পূর্ণ মিথ্যা। এ ছাড়াও ১৭৪টি ঘটনার তথ্য উপস্থাপন করা হয়েছে, যা সঠিক নয়। পুলিশ তদন্ত করে এসব ঘটনার সত্যতা পায়নি।"

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তারা।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: