০১ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার, ১১:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক
২০১৭ সালের ছুটির মৌসুমে যুক্তরাষ্ট্রে রেকর্ড ২২.৩৯ মিলিয়ন আইফোন বিক্রি করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এর ফলে বাজারে প্রতিষ্ঠানটির শেয়ার ৩৭ শতাংশ থেকে বেড়ে ৪৪ শতাংশ হয়েছে, অ্যাপলের জন্য বাজার দখলের নেওয়ার এই হারটা এখন পর্যন্ত সর্বোচ্চ বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।
ওই বছর ৩ নভেম্বর বাজারে আসার পর থেকে এখন পর্যন্ত আইফোন X বিক্রি হয়েছে ৮০ লাখ। আইফোন ৮ আর আইফোন ৮ প্লাস-এর তুলনায় আইফোন X বিক্রির সংখ্যা দ্বিগুণ।
গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ-এর মার্কেট প্লাস প্রোগ্রাম-এর তথ্যমতে, ২০১৭ সালের ছুটির মৌসুমে মোট স্মার্টফোন বিক্রি হয়েছে ৫.১২ কোটি।
এক বিবৃতিতে গবেষণা পরিচালক জেফ ফিল্ডহ্যাক বলেন, “যুক্তরাষ্ট্রে এই প্রথমবারের মতো অ্যাপল রেকর্ড ২.২০ কোটি আইফোন বিক্রি করেছে।”
“অ্যাপল গেল বছর তাদের বিক্রি এমন এক বাজারে ২০ শতাংশ বাড়িয়েছে যেখানে পুরো বাজারের বিক্রি আগের বছরের তুলনায় কেবল দুই শতাংশ বেড়েছে।”
চীনসহ বিশ্ববাজারে আইফোন X-এর বিক্রি হতাশাজনক ছিল বলেও প্রতিবেদন পাওয়া যায়। এর উচ্চমূল্যের কারণে চাহিদা প্রত্যাশার চেয়েও কম ছিল।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।