১৪ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার, ১০:১৯ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বাড়ির বারান্দার দোলনায় বসে আছেন ঋতাভরী চক্রবর্তী। চোখেমুখে বিষাদের ছায়া। পায়ে ব্যান্ডেজ। ভালোবাসা দিবসে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী? কী হয়েছে তাঁর?
বলিউডের চিত্রনাট্যকার সুমিত আরোরার সঙ্গে প্রেম করছেন ঋতাভরী চক্রবর্তী। তবে ভালোবাসা দিবসটা ভালো কাটেনি এই নায়িকার।
হিন্দুস্তান টাইমস বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে, পায়ে চোট পেয়েছেন ঋতাভরী। ইনস্টাগ্রামে এই নায়িকা লিখেছেন, ‘আমি এটা প্ল্যান করিনি। এই বছর এমনিও ভ্যালেন্টাইনস ডে রোমান্টিকভাবে কাটত না। কিন্তু ভাবিনি তাই বলে বিষয়টা এতটা কষ্টদায়ক হবে।’
ঋতাভরীর ভাষ্যে, ‘ব্যাপারটা ভয়াবহ না হলেও বেশ খারাপ। হাঁটতে পারছি না, দাঁড়াতে পারছি না। এমনকি আমার আজকের শুটিং ক্যানসেল করতে হয়েছে কারণ আমায় হাঁটতে নিষেধ করা হয়েছে। অ্যাকসিডেন্ট ভুলভাল সময়ই আমার সঙ্গে মোলাকাত করতে আসে। আমার আজকে আইস প্যাক আর পেইন কিলারের সঙ্গে ডেট চলছে।’
গত বছরের জুলাইয়ে ‘বহুরূপী’ সিনেমার শুটিংয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পরে তাঁকে অস্ত্রোপচার করাতে হয়েছিল।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।