১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার, ০৫:২৯ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল)।
পাওয়ার জেনারেশন ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড দেয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে। এই স্বীকৃতি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কর্পোরেট সুশাসন নিশ্চিতে প্রতিষ্ঠানটির অঙ্গীকারকে তুলে ধরে।
গত বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ পুরষ্কার প্রদান করে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।
২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন মূল্যায়নের ভিত্তিতে ইউপিজিডিসিএলকে এই পুরস্কার দেয়া হয়েছে। কর্পোরেট অনুশীলনে অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে এ অনুষ্ঠানে সন্মাননা জানানো হয়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।