facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

আগামী বছরের শুরুতে বাংলাদেশে আসবেন নেইমার


০৭ অক্টোবর ২০২৪ সোমবার, ০৪:৩০  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


আগামী বছরের শুরুতে বাংলাদেশে আসবেন নেইমার

বাংলাদেশে আসছেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র। আগামী বছরের শুরুর দিকেই বাংলাদেশে আসবেন তিনি। নেইমারের আসার খবর দিয়েছেন রবিন মিয়া। বাংলাদেশি বংশদ্ভূত রবিন, সম্পর্কে নেইমারের বন্ধু। লম্বা সময় ধরেই ব্রাজিলিয়ান সুপার স্টারের সঙ্গে কাজ করছেন তিনি। ভক্তদের নেইমারকে কাছ থেকে দেখার সুযোগ করে দিতে তাকে বাংলাদেশে নিয়ে আসছেন বলে জানান তিনি।

বাংলাদেশে মেসি-রোনালদো-নেইমারদের ফ্যানের অভাব নেই। আর্জেন্টিনা-ব্রাজিল, বা রিয়াল মাদ্রদি-বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুলের মতো ক্লাবকে নিয়ে মাতামাতি দেখা যায় অনেক। গত ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করে পুরো বিশ্বের নজর কাড়েন বাংলাদেশীরা। কাছ থেকে প্রিয় তারকাদের দেখার জন্য আকুল হয়ে থাকেন সমর্থকরা।
এবার নেইমারকে কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা।

সম্প্রতি দেশের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রবিন বলেন, `নেইমারের আসার ব্যাপারে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে। আশাকরি, আগামী বছরের (২০২৫) শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারব।`

এর আগে গত বছর ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এবং আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ এসেছিলেন বাংলাদেশে। রোনালদিনহো কয়েকজনের সঙ্গে দেখা করলেও মার্টিনেজ ছিলেন ধরাছোয়ার বাইরে। ফলে দুটি সফরই জন্ম দিয়েছিল বিতর্কের। নেইমারের বেলায় যেন এমনটি না হয়, সেদিকে খেয়াল রাখবেন বলে জানান রবিন। ভক্তদের প্রাধান্য দিয়েই অনুষ্ঠান আয়োজন করা হবে।

তিনি বলেন, `আমি চাইব, নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে। আমরা চ্যারিটি আয়োজন করব। ১৬ কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করব।`

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: