facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

আগুন ঝরা ফাগুনে আমের মুকুল ছড়াচ্ছে স্বর্ণালী আভা


২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার, ১০:৪৫  পিএম

মোহাম্মদ আলী, নাচোল উপজেলা প্রতিনিধি :

শেয়ার বিজনেস24.কম


আগুন ঝরা ফাগুনে আমের মুকুল ছড়াচ্ছে স্বর্ণালী আভা

আমের রাজধানী চাঁপইনবাবগঞ্জের নাচোলে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। প্রায় সব জায়গায় চোখে পড়ছে মুকুলে ছেয়ে যাওয়া অসংখ্য আম গাছগুলো। এভাবে ফাগুনে গাছে-গাছে প্রস্ফূটিত আমের মুকুল সর্বত্র ছড়াচ্ছে স্বর্ণালী আভা।

এসেছে ঋতুরাজ বসন্ত। আগুন ঝরা ফাগুনে গাছে গাছে জেগে উঠছে সবুজ পাতা। প্রকৃতির পালা বদলে চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি উপজেলার বিভিন্ন এলাকায় আম গাছগুলোতে মুকুলের মিষ্টি সুবাসে মৌ-মৌ করছে প্রকৃতি। এই মনোরম চিত্র দেখে মনে পড়ে রবীদ্রনাথ ঠাকুরে লেখা জাতীয় সঙ্গীতের সেই চরণ "ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগলো করে।"

আম চাষী ও বাগান মালিকরা বলছেন, মাঘের মাঝামাঝিতে গাছে মুকুল দেখে তারা বুঝেছেন, আমের মৌসুম এসে গেছে। বাগানের গাছগুলোর যত্ন নিতে পরিশ্রম শুরু করে দিয়েছেন। ভালো ফলনের আশায় বাগান পরিচর্যায় এখনো ব্যস্ত তারা। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকাজুড়ে ছোট গাছ কিংবা বড় গাছেও দেখা মিলেছে মুকুল ও প্রায় সব জাতের আমগাছেই মুকুল এসেছে। যার সৌন্দর্য চোখ জুড়ানো। আমগাছের শাখাগুলো ভরা উজ্জ্বল সোনালী মুকুল যেন আকাশের বুকে ডানা মেলে দিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলাকে বাংলাদেশের মানুষ বলে থাকে আমের রাজধানী বা আমের দেশ, দেশের যেকোন প্রান্তে চাঁপাইনবাবগঞ্জের কথা উঠলেই আম নিয়ে কথাটি সবার আগে উঠে আছে। সবুজে ভরা চাঁপইনবাবগঞ্জ জেলায় মুকুলে ছেয়ে যাওয়া আমগাছগুলো আলাদা শোভা ছড়িয়েছে। সবুজ পাতার কিনার ছাঁপিয়ে ওঠা মুকুলের সোনালী রেণু যেন ফুলশয্যা সাজিয়ে স্বাগত জানিয়েছে বসন্তকে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: