০২ মার্চ ২০২৫ রবিবার, ০২:০৫ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
জামালপুরের সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসত ঘরের সবকিছু পুড়ে ছাই গেছে। তবে আশ্চর্যজনকভাবে ঘরে থাকা পবিত্র কোরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
শনিবার (১ মার্চ) দুপুর ২টার দিকে পৌরসভার আরামনগর বাজার এলাকার মাহমুদা সালাম মহিলা কলেজের পিছনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভাড়াটিয় তবারক বাবুর্চির বাসায় আগুন লাগে। খবর পেয়ে এলাকাবাসী ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেলেও পবিত্র কোরআন শরীফ অক্ষত ছিল।
আগুনের সূত্রপাত সন্দেহজনক হওয়ায় প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।