facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪

Walton

আজ ‘প্রিয়দর্শিনী’ মৌসুমীর জন্মদিন


০৩ নভেম্বর ২০২৪ রবিবার, ১২:২০  পিএম

বিনোদন ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


আজ ‘প্রিয়দর্শিনী’ মৌসুমীর জন্মদিন

ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’ অভিনেত্রী আরিফা জামান মৌসুমী। আজ (৩ নভেম্বর) অভিনেত্রীর জন্মদিন। ৫০ পেরিয়ে ৫১ বছরে পার রাখলেন মৌসুমী। বর্তমানে আমেরিকায় বসবাস করছেন চিত্রনায়িকা মৌসুমী।

এবারও অভিনেত্রী তার জন্মদিন উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। গেল বছরের অক্টোবরে নিউইয়র্কে গিয়েছিলেন তিনি। এর মধ্যে মৌসুমীর আর দেশে ফেরা হয়নি। তবে ইচ্ছে ছিল একবার দেশে ফেরার। কিন্তু আপাতত তিনি দেশে ফিরছেন না বলে জানিয়েছেন।

ঘনিষ্ঠ সূত্রের তথ্যমতে, স্থায়ী আবাসন গড়ার লক্ষেই দেশটিতে অবস্থান করছেন তিনি। গিয়েছেন গত বছরের অক্টোবরে। আবেদন করেছেন গ্রিনকার্ডের জন্য। এখনো সেটা পাননি বলেই দেশে আসতে পারছেন না। মার্কিন সাম্রাজ্যে গত বছর জন্মদিন পালন করেছেন এ অভিনেত্রী। দেখতে দেখতে বছর ঘুরে আবারও এলো সেই বিশেষ দিন। এবারও কাটাচ্ছেন আমেরিকায়। দিনটি উপলক্ষ্যে বিশেষ কোনো আয়োজন নেই বলে জানিয়েছেন মৌসুমী।

জন্মদিন প্রসঙ্গে গণমাধ্যমকে মৌসুমী বলেন, ‘জন্মদিন নিয়ে এবার বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমার একমাত্র কন্যা ফাইজার খুব ইচ্ছা আমি যেন ঘরেই থাকি, শুধু তাকেই সময় দেই। তো, তাকেই সময় দেব। যদি সময় সুযোগ হয় হয়তো আশপাশেই ফাইজাকে নিয়ে একটু ঘুরতে বের হব। বাসায় আমি নিজের হাতেই রান্না করব, একটা কেকও বানাব। তবে মিস করব সানী (স্বামী অভিনেতা ওমর সানী) আর ফারদিনকে (ছেলে)। তারা সঙ্গে থাকলে হয়তো সময়টা আরও অনেক বেশি ভালোলাগার, আনন্দের হয়ে উঠত। ভক্ত-দর্শকসহ দেশবাসীর কাছে আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া চাই।’

মৌসুমীর জন্মদিন উপলক্ষে তার স্বামী অভিনেতা ওমর সানী বলেন, ‘খুব শিগগির দেশে ফিরবে মৌসুমী। জন্মদিনে তাকে পাশে না পেয়ে আমারও খারাপ লাগছে। কিছু করার নেই, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় সব মেনে নিতে হবে।’

১৯৭৩ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন মৌসুমী। ২০ বছর বয়সে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে দেশের চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। প্রথম ছবিতে নায়ক ছিলেন সালমান শাহ। এরপর অসংখ্য হিট সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি গান গাওয়া, ছবি পরিচালনা এবং প্রযোজনাও করেছেন মৌসুমী। সালমান শাহ ছাড়া ওমর সানীর সঙ্গেও তার জুটি জনপ্রিয় হয়েছিল। বিয়েও করেছেন ওমর সানীকে। ক্যারিয়ারে অনেক পুরস্কার অর্জনের পাশাপাশি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছেন এ অভিনেত্রী।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: