facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা: বায়ুদূষণের অবস্থা উদ্বেগজনক


০৬ ডিসেম্বর ২০২৪ শুক্রবার, ১১:৫৩  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা: বায়ুদূষণের অবস্থা উদ্বেগজনক

আজ শুক্রবার, ছুটির দিন। যানবাহনের সংখ্যা কম এবং অনেক কলকারখানা বন্ধ থাকার পরও ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি উদ্বেগজনক। সকাল ১০টায় বায়ুদূষণের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে ঢাকা।

বায়ুদূষণ সূচক ও ঢাকার অবস্থা
আজ সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ২৪৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। গতকাল বৃহস্পতিবার এই স্কোর ছিল ৩৪১, যা ‘দুর্যোগপূর্ণ’ মাত্রা অতিক্রম করে। স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়নকেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান মজুমদার জানিয়েছেন, "গতকালের স্কোর ছিল এই বছরের সর্বোচ্চ।"

কোথায় দূষণ বেশি
ঢাকার বিভিন্ন জায়গায় দূষণের মাত্রা ভিন্ন হলেও গুলশান-২-এর রব ভবন (৩৩৬), ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (৩১০) এবং ইস্টার্ন হাউজিং-২ (৩০০) বায়ুদূষণে শীর্ষে রয়েছে।

বায়ুদূষণের প্রধান কারণ
ঢাকার বায়ুদূষণের মূল কারণ হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (PM 2.5)-এর উচ্চমাত্রার উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এই কণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত মানের চেয়ে ৩৮% বেশি।

জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি
এই দূষিত বায়ু কেবল শ্বাসকষ্ট নয়, হৃদরোগ এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকিও বাড়ায়। বর্তমান পরিস্থিতিতে ঢাকা শহরের বায়ু সব বয়সের মানুষের জন্য ক্ষতিকর।

সুরক্ষার পরামর্শ
আইকিউএয়ার বায়ুদূষণ থেকে সুরক্ষায় কিছু প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে:

  • বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।
  • খোলা জায়গায় ব্যায়াম বা শারীরিক পরিশ্রম এড়িয়ে চলুন।
  • ঘরের জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতর বায়ু পরিষ্কার রাখার চেষ্টা করুন।

ঢাকার এই বায়ুদূষণ পরিস্থিতি শুধু পরিবেশ নয়, জনস্বাস্থ্যের জন্যও বড় চ্যালেঞ্জ। সময় এসেছে, ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায়ে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

জাতীয় -এর সর্বশেষ