৩০ জুন ২০১৬ বৃহস্পতিবার, ০৪:২৫ এএম
শেয়ার বিজনেস24.কম
আজ বৃহস্পতিবার যারা রাজধানীর বিভিন্ন মার্কেটে কেনাকাটা করতে বের হবেন তাদের অনেকে জানেন না কবে কোন মার্কেটগুলো বন্ধ থাকে। তাই পাঠকদের সুবিধার্থে আজ বৃহস্পতিবার (৩০ জুন) কোন মার্কেটগুলো বন্ধ থাকবে তা তুলে ধরা হল।
বৃহস্পতিবার অর্ধেক দিন বন্ধ
এলাকার নাম- বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য এবং উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাতার উ র্ব শীকুল, শাবাজাদপুর, নিকুঞ্জ-১,২, কুড়িল, খিলখেত, উত্তরআছাড় খান, দক্ষিণআছাড় খান, জোয়ার সাবারা, আশকোন উর্বশীা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।
মার্কেটের নাম- যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিকি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশাল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।
বৃবস্পতিবার পুরোদিন বন্ধ
এলাকার নাম- মোবাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াআছাড় খানা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট।
মার্কেটের নাম- মোবাম্মাদপুর টাউন বল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআড়কিসি মার্কেট, শ্যামলী বল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কর্পোরেট মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাব্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।