২৫ মে ২০২৪ শনিবার, ০৪:৪০ পিএম
বিনোদন ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
গত ৮ মে জানা যায়, প্রখ্যাত ইরানি পরিচালক মোহাম্মদ রাসুলফকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। একই সঙ্গে নির্মাতাকে চাবুক মারা ও তার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন আদালত। তবে দণ্ড মাথায় নিয়ে ইরান থেকে পালিয়ে কান চলচ্চিত্র উৎসবে হাজির রাসুলফ!
৫০ বছর বয়সী রাসুলফকে ইরানের এ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ নির্মাতা মনে করা হয়। তাঁর নতুন সিনেমা ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ এবারের কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে। জানা গেছে, ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ সিনেমায় ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুলফ। রয়টার্স
তবে নির্মাতার বিরুদ্ধে অভিযোগ, তার কর্মকাণ্ড দেশটির নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিল। এর পরেই তার আট বছরের কারাদণ্ডের খবর আসে। ইরান সরকারের চাপের মুখেও মোহাম্মদ রাসুলফ তার ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ কান চলচ্চিত্র উৎসব থেকে প্রত্যাহার করে নেননি। ফলে ইরান সরকার তাঁকে আট বছরের কারাদণ্ড দেয়। সেই সঙ্গে চাবুক মারা ও সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয়। দণ্ডাদেশ মাথায় নিয়েই গোপনে দেশত্যাগ করেছেন। তা-ও আবার কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর শুরুর আগের দিন ১৩ মে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে নিজেই দেশত্যাগের খবর জানিয়েছেন।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে তুষারাবৃত একটি এলাকার ছবি পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘দীর্ঘ ও কঠিন পথ পাড়ি দিয়ে আমি কিছুদিন আগে ইউরোপে পৌঁছেছি। মাসখানেক আগে আমাকে আমার আইনজীবী জানিয়েছেন, আমার আট বছরের কারাদণ্ড দিয়েছেন আপিল আদালত এবং সেটা শিগগিরই বাস্তবায়িত হবে। এটা জেনে রাখুন যে শিগগিরই আমার নতুন একটি সিনেমা রিলিজ হবে এবং এই আট বছরে আমার বিরুদ্ধে নতুন আরেকটি সাজার আদেশ হবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার কাছে খুব বেশি সময় ছিল না। আমার কাছে দুটি সুযোগ ছিল—কারাগার বেছে নেওয়া, নয়তো দেশত্যাগ করা। ভারাক্রান্ত মন নিয়ে আমি নির্বাসিত জীবন বেছে নিলাম।
এর পর থেকেই সবাই অপেক্ষায় ছিলেন কানে এই নির্মাতাকে ঘিরে। গতকাল কান উৎসবে হাজির হন তিনি। সাদা শার্ট, কালো ব্লেজার পরা নির্মাতা হাতে ধরে ছিলেন তার সিনেমার দুই অভিনয়শিল্পীর ছবি।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।