০৪ জুন ২০২৪ মঙ্গলবার, ১১:২২ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম ওরফে আনার হত্যা মামলায় শিলাস্তি রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে হত্যাকাণ্ডের পর পলাতক আসামি সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ১০ আসামির ব্যাংক হিসাবের তথ্য তদন্ত কর্মকর্তাকে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। নিহত এমপির হাড় ও খুলির খোঁজে ভারতীয় নৌবাহিনী তল্লাশি চালাচ্ছে। এদিকে জটিলতা কাটিয়ে ভারত যাচ্ছেন এমপিকন্যা মুমতারিন ফেরদৌস ডরিন।
জানা গেছে, রিমান্ড চলাকালে শিলাস্তি রহমান স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান।
ভিসা জটিলতা কাটিয়ে অবশেষে ভারতের কলকাতায় যাচ্ছেন ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। সোমবার বিকালে ভিসা হাতে পেয়েছেন বলে নিজেই জানিয়েছেন ডরিন।
কলকাতার নিউ টাউনে সঞ্জিভা গার্ডেনস ভবনের যে ফ্ল্যাটে আনারকে হত্যা করা হয়, সেই ভবনের সেপটিক ট্যাংক থেকে পুলিশ কিছু মাংসপিণ্ড উদ্ধার করেছে। এগুলো এমপি আজিমের শরীরের অংশ কিনা, তা জানতে ডিএনএ পরীক্ষা করা হবে। তাই ডরিনকে কলকাতায় যেতে হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আবারও বাংলাদেশের সংসদের দেহের অংশ খোঁজার জন্য ভাঙ্গরের কৃষ্ণমাটি ব্রিজসংলগ্ন এলাকায় যান ভারতীয় নৌবাহিনীর তদন্তকারী কর্মকর্তারা। খালে তারা তল্লাশি অভিযান চালান। তবে হাড় কিংবা খুলি উদ্ধারের বিষয়ে জানা যায়নি।
এ মামলায় নেপালে পলাতক আসামি সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত রবিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এ পরোয়ানা জারি করেন। অন্যদিকে এ মামলায় গ্রেপ্তার ৩ ও পলাতক ৭ আসামির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তদন্ত কর্মকর্তাকে সরবরাহ করার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
১০ আসামি হলেন- শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্লাহ সাঈদ, তানভীর ভূঁইয়া, শিলাস্তি রহমান ওরফে শেলেস্তি রহমান, সিয়াম হোসেন, আখতারুজ্জামান ওরফে শাহিন, মোস্তাফিজুর রহমান, ফয়সাল আলী সাজি, তাজ মোহাম্মদ খান ওরফে হাজি, চেলসি চেরি ওরফে আরিয়া ও জামাল হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার মাহফুজুর রহমান এ আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলায় অজ্ঞাতনামা আসামিরা যোগসাজশ করে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে অপহরণ করে ভারতের কলকাতায় নিয়ে যায়। প্রাথমিক তদন্তে ও গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা ভিকটিমকে কলকাতার নিউটাউন এলাকার ভাড়া করা বাসায় নিয়ে নৃশংসভাবে হত্যা করে এবং প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে ভিকটিমের মৃতদেহের হাড় ও মাংস আলাদা করে কমোডে ফেলে দেয় এবং হাড়গুলো গারবেজ-পলিতে ভরে ট্রলিব্যাগে করে আশপাশের বর্জ্যখালে ফেলে দেয়। আসামিরা দীর্ঘদিন যাবৎ ভিকটিমকে হত্যার পরিকল্পনা করে আসছিল। মামলার ঘটনার সঙ্গে জড়িত তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য পলাতক আসামির নাম-ঠিকানা সংগ্রহ তথা মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে বর্তমানে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলমান আছে। মামলার মূল রহস্য উদ্ঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ আসামির এনআইডি ও পাসপোর্ট নম্বরের বিপরীতে কোন ব্যাংকে কয়টা অ্যাকাউন্ট আছে তার তথ্য সরবরাহ করার জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বরাবর আদেশ প্রদান করা একান্ত প্রয়োজন।
সিয়ামকে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনে বলা হয়, আনোয়ারুল আজিম হত্যায় জড়িত সিয়াম হোসেনকে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) তথ্যে নেপালে আটক করা হয়েছে। বাংলাদেশি পাসপোর্টধারী এই ব্যক্তি কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেনসের ফ্ল্যাটে আনারকে খুনের পর নেপালে আত্মগোপন করে। এরপরই ঢাকার পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়ে কাঠমা-ু এনসিবিতে তাকে আটকের জন্য অনুরোধ জানিয়ে মেইল পাঠায়। সিয়ামকে বাংলাদেশে পুলিশের হাতে তুলে দিতে চাচ্ছে কাঠমা-ু পুলিশ। এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের দল নেপাল গেছে। তবে দেশটির সঙ্গে বাংলাদেশের বন্দিবিনিময় চুক্তি না থাকায় সিয়ামকে ফেরাতে জটিলতা দেখা দিয়েছে। তাই গ্রেপ্তারি পরোয়না জারি করা দরকার।
এ মামলায় স্বীকারোক্তি দেওয়া শিলাস্তি রহমানসহ তিনজনের গত ২৪ মে আট দিন এবং ৩১ মে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপর দুই আসামি শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্লাহ সাঈদ ও তানভীর ভূঁইয়া।
এদিকে এ মামলায় শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান প্রথম দফায় ৮ দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে রয়েছেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।