২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ১১:৩৬ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর, অবশেষে সুগন্ধি চাল রপ্তানির অনুমোদন দিল সরকার। নতুন গঠিত ১১ সদস্যের কমিটি প্রথম ধাপে ছয় মাসের মধ্যে সর্বমোট ২৫ হাজার টন সুগন্ধি চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বাংলাদেশ চাল রপ্তানিকারক সমিতি ও বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) আবেদনের ভিত্তিতে এই রপ্তানি কার্যক্রমের সময়সীমা নির্ধারণ করা হয়। যদিও বাপা এক বছরের মধ্যে ৫০ হাজার টন চাল রপ্তানির প্রস্তাব করেছিল।
বৈঠকে প্রতি কেজি সুগন্ধি চালের রপ্তানিমূল্য নির্ধারণ করা হয়েছে ১.৬০ মার্কিন ডলার, যা বাপার প্রস্তাবিত ১.৩০ ডলারের চেয়ে বেশি। বাণিজ্য মন্ত্রণালয় খাদ্য ও কৃষি মন্ত্রণালয়কে এই সিদ্ধান্তের বিষয়ে অবহিত করবে এবং রপ্তানিকারকদের নির্ধারিত শর্ত মেনে অনুমোদন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত ২২ জানুয়ারি খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পর্যবেক্ষণ কমিটির সভায় সুগন্ধি চাল রপ্তানির বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে রপ্তানিমূল্য ও পরিমাণ নির্ধারণে নতুন কমিটি গঠন করা হয়।
বাংলাদেশে প্রতি বছর ১৮-২০ লাখ টন সুগন্ধি চাল উৎপাদিত হয়, যার মধ্যে গড়ে ১০ হাজার টন রপ্তানি হয়। রপ্তানিকারকরা মনে করছেন, এই নতুন সিদ্ধান্ত খাদ্যনিরাপত্তায় কোনো প্রভাব ফেলবে না, বরং রপ্তানি খাতকে আরও সমৃদ্ধ করবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।