facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪

Walton

আমদানির ঋণপত্র খোলার সুযোগ পেল তারল্যসংকটে থাকা ছয় ব্যাংক


০৬ ডিসেম্বর ২০২৪ শুক্রবার, ১১:৪৩  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


আমদানির ঋণপত্র খোলার সুযোগ পেল তারল্যসংকটে থাকা ছয় ব্যাংক

সমস্যা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা

অনিয়ম ও তারল্যসংকটে পড়া ছয়টি ব্যাংক—ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংকের ঋণ কার্যক্রম সীমিত করেছিল বাংলাদেশ ব্যাংক। তাদের আমদানির ঋণপত্র (এলসি) খোলার জন্য শতভাগ মার্জিন দেওয়ার শর্তও আরোপ করা হয়েছিল। তবে ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে এ শর্ত তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনা এবং সুযোগ
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, আমদানির ঋণপত্র খোলার ক্ষেত্রে শতভাগ মার্জিন আরোপের প্রয়োজন নেই। তবে অন্যান্য ব্যাংকের মতো এসব ব্যাংককেও সাধারণ নীতিমালা অনুসরণ করতে হবে। এর ফলে, ব্যাংকগুলো এখন চাহিদামতো ঋণপত্র খুলতে পারবে এবং নতুনভাবে আমদানি কার্যক্রম শুরু করতে পারবে।

পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং সহায়তা
এই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ইতিমধ্যে পরিবর্তন করা হয়েছে। তারল্য সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক তাদের প্রায় ২২,৫০০ কোটি টাকা ধার দিয়েছে। এর ফলে ব্যাংকগুলো নতুন উদ্যোগ নিতে পারবে।

ঐতিহাসিক অনিয়ম ও সমালোচনা
এস আলম গ্রুপের মালিকানাধীন এসব ব্যাংক একসময় গুরুতর অনিয়মের জন্য বহুল আলোচিত ছিল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানান, প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তরের সাবেক কর্মকর্তাদের সহায়তায় এই ব্যাংকগুলোর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছিল। তাঁর মতে, এটি ছিল বিশ্বের অন্যতম বড় ব্যাংক ডাকাতি।

এস আলম গ্রুপের দাবি
এস আলম গ্রুপ গভর্নরের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, এসব দাবি ভিত্তিহীন এবং অন্তর্বর্তী সরকারের সমন্বিত প্রচারণার অংশ।

উপসংহার
নতুন নীতিমালার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সংকটাপন্ন এই ছয় ব্যাংককে পুনরায় ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। ব্যাংকগুলোর কর্মকর্তারা মনে করছেন, এই পদক্ষেপ তাদের গ্রাহকদের পুনরায় আকৃষ্ট করতে এবং আমদানি ব্যবসা চালু করতে সহায়তা করবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: