১৭ জুলাই ২০২৪ বুধবার, ০৬:৫১ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের রায় পর্যন্ত অপেক্ষার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদালতে শিক্ষার্থীরা ন্যায় বিচার পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টেলিভিশনগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়।
শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিকে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে এ ভাষণ প্রদান দেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।