১০ জানুয়ারি ২০২৪ বুধবার, ১২:১৭ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
নিজেকে জয় বাংলার লোক বলে পরিচয় দিয়েছেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান ওমর।
দ্বাদশ জাতীয় সংসদের এমপি হিসেবে শপথ শেষে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য শাহজাহান ওমর বলেন, ‘মূলত আমি জয় বাংলার লোক।’
বুধবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এর আগেও অনেকবার সংসদে এসেছিলাম। আবার এসেছি। নেত্রী আমাকে ডেকেছেন তাই আমি আবার সংসদে এসেছি। মূলত আমি জয় বাংলার লোক।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।