facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ জানুয়ারি রবিবার, ২০২৫

Walton

আরেক পৃথিবীর সন্ধান


২৩ নভেম্বর ২০১৬ বুধবার, ০৯:২৭  পিএম

শেয়ার বিজনেস24.কম


আরেক পৃথিবীর সন্ধান

পৃথিবীর মতো দেখতে আরেকটি গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। সৌরমণ্ডলের কাছাকাছি খুব উজ্জ্বল এক নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে এই `সুপার-আর্থ`।
 
বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন গ্রহটির ভর পৃথিবী থেকে ৫ দশমিক ৪ গুণ বেশি। জেজি ৫৩৬ নামে একটি লাল বামন নক্ষত্রের চারদিকে ঘুরছে সে। একবার সম্পূর্ণ কক্ষপথ প্রদক্ষিণ করতে গ্রহটির সময় লাগে ৮ দশমিক ৭ দিন। এর আগে পৃথিবীর মতো দেখতে জিজে ৫৩৬ বি গ্রহটি আবিষ্কৃত হয়।
 
স্পেনের লা লাগুনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী আলেজান্দ্রো সুয়ারেজ মাসকারেনো জানিয়েছেন, এই ধরনের গ্রহগুলোর ভূ-ত্বক মূলত পাথুরে হয়। গ্রহটির ব্যাপারে বিশদ জানতে আরও পরীক্ষা করছেন তারা।
 
বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহটির ব্যাসার্ধ, ঘনত্ব পরিমাপের জন্য চলছে আরও বিশদে পরীক্ষা। গ্রহটি যে নক্ষত্রকে প্রদক্ষিণ করছে সেটির তাপ সূর্যের থেকে অনেক কম এবং আকারে ছোট। তবে সূর্যের থেকে অনেক বেশি উজ্জ্বল। সূর্যের মতো সেটিরও চৌম্বকীয় শক্তি প্রবল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ