০৮ জুলাই ২০২৪ সোমবার, ০৬:২০ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
সন্তান জন্ম দিতে গিয়ে চলতি বছরের ১৪ মার্চ মারা যান সাফ জয়ী নারী ফুটবলার রাজিয়া খাতুন। এবার মারা গেলেন আরো এক নারী ফুটবলার মিথিলা আক্তার। মাত্র ২৩ বছর বয়সে দুনিয়া ত্যাগ করলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলে খেলা এই ফুটবলার।
সোমবার (৮ জুলাই) এক বিবৃতিতে এই নারী ফুটবলারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে জানায়, মিথিলা দীর্ঘ দিন ধরে লিভার ও শ্বাসকষ্টের জটিলতায় ভুগছিলেন। রোববার (৭ জুলাই) মারা যান এই নারী ফুটবলার।
মিথিলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিনসহ বাফুফের অন্য কর্মকর্তারা। তারা গভীর সমবেদনা জানিয়েছেন তার পরিবারের প্রতি।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।