facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ ফেব্রুয়ারি শুক্রবার, ২০২৫

Walton

আর্থিক সাক্ষরতা বিষয়ক ব্রেইল বই প্রকাশ করল প্রাইম ব্যাংক


১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার, ১০:৫৬  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


আর্থিক সাক্ষরতা বিষয়ক ব্রেইল বই প্রকাশ করল প্রাইম ব্যাংক

আর্থিক সাক্ষরতা কর্মসূচির অংশ হিসেবে কনজ্যুমার ও এসএমই ব্যাংকিং বিষয়ক ব্রেইল বই প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বাংলাদেশে কোনো ব্যাংকের এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। দেশের সকল পাবলিক লাইব্রেরি ও বিষেশায়িত স্কুলে বিনামূল্যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য এই ব্রেইল বই সরবরাহ করা হবে।

এই উদ্যোগ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের জন্য সমান ও সহজলভ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতি পরিপালনের জোর প্রতিফলন।

এছাড়াও শিগগিরই প্রাইম ব্যাংকের অফিসিয়ার ইউটিউব চ্যানেলে (@primebankofficial) সাইন ল্যাঙ্গুয়েজের ভিডিও সহ এই বইয়ের অডিও ভার্সন প্রকাশিত হবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান-এর কাছে কনজ্যুমার ও এসএমই ব্যাংকিং এর ওপর আর্থিক সাক্ষরতা বিষয়ক দুইটি ব্রেইল বই হস্থান্তর করেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন, অতিরিক্ত পরিচালক আবেদা রহিম, যুগ্ম পরিচালক গোলাম সারোয়ার, উপ-পরিচালক মো. শামীম আল মামুন, সহকারী পরিচালক মোহাম্মদ ইউছুফ আলী এবং প্রাইম ব্যাংকের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ. চৌধুরী, হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ বলেন, ‘প্রাইম ব্যাংক বিশ্বাস করে, সমাজের সকল শ্রেণির মানুষের জন্য আর্থিক সেবা নিশ্চিত করা উচিৎ, যেখানে শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যাক্তিদের আরও গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। এই উদ্যোগের মাধ্যমে আমরা দৃষ্টি প্রতিবন্ধী তথা ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের আর্থিক ক্ষমতায়নে প্রয়োজনীয় টুলস ব্যবহার করে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে চাই।’

বাংলাদেশ সরকারের অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যকে সামনে রেখে প্রাইম ব্যাংক প্রতিনিয়ত উদ্ভাবনী কৌশলের মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষের জন্য বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

এসকল সেবার বিষয়ে বিস্তারিত জানতে গ্রাহকরা প্রাইম ব্যাংকের যেকোনো শাখায় অথবা ব্যাংকের নির্ধারিত কল সেন্টারে ১৬২১৮ নম্বরে যোগযোগ করতে পারেন।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ