ঢাকা   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আলভেজকে অর্থ দিয়ে তোপের মুখে নেইমার

খেলার জগৎ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৩০, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

সর্বশেষ

আলভেজকে অর্থ দিয়ে তোপের মুখে নেইমার

২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার নৈশক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে দানি আলভেজের বিরুদ্ধে। ২০২৩ সালের শুরুতে স্পেনের একটি থানায় ব্রাজিলিয়ান ফুটবলারের নামে মামলা করেন ভুক্তভোগী সেই নারী। শুরুতে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন বার্সেলোনার সাবেক ডিফেন্ডার। এরপর আলভেজ দাবি করেন, ভিক্টিমের সম্মতিতেই শারীরিক সম্পর্কে জড়ান তিনি। তবে আলভেজের দাবি মিথ্যা প্রমাণ করেছে স্পেনের একটি আদালত।

যেখানে বার্সেলোনার আদালতের রায়ে আলভেজকে সাড়ে ৪ বছরের কারাদণ্ড দেয়া হয়। একইসঙ্গে ভুক্তভোগীকে ১ লাখ ৫০ হাজার ইউরো দেয়ার জন্য নির্দেশ দেয় আদালত। এদিকে আলভেজের পক্ষে স্প্যানিশ আদালত কর্তৃক ধার্যকৃত জরিমানাটি দিয়েছেন তার সাবেক সতীর্থ এবং ঘনিষ্ঠ বন্ধু নেইমার। যা তথ্যটি জানায় ব্রাজিলের গণমাধ্যম ইউওএলে।

এদিকে ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে, নেইমার জরিমানার অর্থ দেওয়ায় আলভেজের শাস্তি কমাতে সাহায্য করেছে। নেইমারের এমন ভূমিকায় তার সমালোচনা করেছেন ব্রাজিলের শীর্ষ রাজনীতিবিদরা। ব্রাজিলের মহিলা বিষয়ক মন্ত্রী সিদা গনকালভেস বলেছেন, শাস্তিটি কম হয়ে গেছে। ব্রাজিলের ওয়ার্কাস পার্টির প্রেসিডেন্ট গ্লেইসি হফম্যান তো নেইমারকে একহাত নিয়েছেন।

গ্লেইসি হফম্যান ব্রাজিলের ওয়ার্কাস পার্টির প্রেসিডেন্ ফুটবল এস্পানাকে বলেছেন, ‘ধর্ষক দানি আলভেজের শাস্তিটা অনুকরণীয়। এর থেকে শেখারও আছে যে সমাজ যৌন হেনস্তাকারী ও নারী বিদ্বেষীদের সহ্য করে না। তবে সবচেয়ে অদ্ভুত বিষয়টি হচ্ছে সে নেইমারের কাছ থেকে যে অর্থ এনে ক্ষতিপূরণ দিয়েছে, শাস্তি কমিয়েছে। সেটা আসলে ভুক্তভোগীর কোনও সমস্যার সমাধান করবে না। এমনকি তার কোন যন্ত্রণাও কমাবে না।’

শেয়ার বিজনেস24.কম

সর্বশেষ