০৭ ডিসেম্বর ২০২৪ শনিবার, ১০:৫৫ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
গোপালগঞ্জের বিশাল সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হক এক তীব্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "আলেমদের দিকে করুণার দৃষ্টিতে তাকাবেন না, ভাইয়ের মতো সম্মান দেবেন। কিন্তু কেউ যদি প্রভুত্ব দেখাতে আসে, চোখ উপড়ে ফেলব!"
শনিবার (৭ নভেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা নিলার মাঠে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে মামুনুল হক এসব কথা বলেন। তিনি আরও বলেন, "বাংলার ঘরে ঘরে এখন লাখো আবু সাঈদ আছে। আমাদের হিম্মত বেড়েছে, আমরা শাহাদাতের জন্য প্রস্তুত। ইসলামী খেলাফত কায়েমের বিপ্লব হবেই।"
আওয়ামী লীগ ও বিএনপির প্রতি কঠোর সমালোচনা করে মামুনুল বলেন, "হুজুরদের ভাড়াটিয়া মনে করবেন না। আমরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। কেউ যদি আমাদের শেষ করতে চায়, জেল ভরে দিলেও আমাদের রক্ত থেকে নতুন মর্দে মুজাহিদ জন্ম নেবে।"
ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে মামুনুল বলেন, "ভারতের ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়া চলবে না। বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাকে বাতিল করে ইমানের ধারা ফিরিয়ে আনতে হবে।"
এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন দেশ-বিদেশের বহু উলামায়ে কেরাম। গোপালগঞ্জের মাটিতে এমন হুঙ্কারপূর্ণ বক্তব্যে ইসলামী রাজনীতিতে নতুন আলোচনার ঝড় বইছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।