২৫ নভেম্বর ২০১৬ শুক্রবার, ০৫:২৬ পিএম
শেয়ার বিজনেস24.কম
দেশে সব বাণিজ্যিক ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ‘আসল ব্যাংক নোট চেনার উপায়’ শেখানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে। নির্দেশনাটি সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আসল ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ব্যাংকের বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচিতে ‘আসল ব্যাংক নোট চেনার উপায়’ বিষয়টি অন্তর্র্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করতে হবে।
জানা গেছে, ব্যাংকগুলোয় ক্যাশে কাজ করেন এমন কর্মীরাই ব্যাংক নোট সম্পর্কে ধারণা রাখেন। তারা এ বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান রাখেন। কিন্তু বাকি কর্মকর্তারা এ বিষয়টাতে খুব একটা ভালো জানেন না। তাই ব্যাংকগুলোর বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচিতে বিষয়টি অন্তর্র্ভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। যাতে সব কর্মকর্তাই নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।