facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪

Walton

আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়ল এক মাস: এনবিআরের নতুন ঘোষণা


১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার, ১১:০১  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়ল এক মাস: এনবিআরের নতুন ঘোষণা

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য সুখবর! জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক মাস বাড়িয়েছে বার্ষিক আয়কর রিটার্ন জমার সময়। কোম্পানি ব্যতীত সব করদাতারা জরিমানা ছাড়া ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।

এনবিআর ১৭ নভেম্বর এক ঘোষণায় জানিয়েছে, করদাতাদের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই নতুন সময়সীমা কার্যকর হবে। এর আগে রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ছিল ৩০ নভেম্বর। তবে এবার আগেই সময় বৃদ্ধির সিদ্ধান্ত জানানো হলো।

এনবিআরের এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরের নানা চ্যালেঞ্জ—যেমন ব্যবসায়িক অনিশ্চয়তা এবং জুলাই-আগস্টের আন্দোলনের প্রভাবের কথা মাথায় রেখে সময় বাড়ানোর কথা ভাবা হয়েছিল।

ই-রিটার্নে বাড়ছে সাড়া

চলতি বছর অনলাইনে রিটার্ন জমার সিস্টেম চালু হওয়ার পর প্রতিদিন গড়ে ৮ হাজার ই-রিটার্ন জমা পড়ছে। এনবিআর জানিয়েছে, এখন পর্যন্ত ৩ লাখ ৭৫ হাজার ই-রিটার্ন জমা পড়েছে।

বর্তমানে দেশে ১ কোটি ৫ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছে। এর মধ্যে গড়ে ৪০ লাখ করদাতা প্রতিবছর রিটার্ন জমা দেন। এনবিআর আশা করছে, অনলাইন সেবার কারণে এ সংখ্যা আরও বাড়বে।

এদিকে, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ বেশ কয়েকটি সিটি করপোরেশন এলাকার সরকারি কর্মকর্তা ও বহুজাতিক কোম্পানির কর্মীদের জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে।

এই সময় বৃদ্ধির সিদ্ধান্ত করদাতাদের জন্য আরও সহায়ক হবে বলে আশা করছে এনবিআর।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: