১৯ অক্টোবর ২০১৬ বুধবার, ০২:৫৭ পিএম
শেয়ার বিজনেস24.কম
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ই-গভর্মেন্ট প্রতিষ্ঠায় বাংলাদেশ সারাবিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। আজ বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল গভর্মেন্ট ই-গভর্মেন্ট প্রতিষ্ঠায় বাংলাদেশ সারা বিশ্বের কাছে রোল মডেলে পরিণত হয়েছে। সেটি ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫১ টি ই-ফাইল অনুমোদন দিয়েছেন। যা সবার কাছে প্রশসিংত হয়েছি।
তিনি বলেন, আমরা সারা দেশেকে ন্যাশনাল নেটওয়ার্কের আওতায় এনেছি। দেশের বিভিন্ন জেলায় মানব সম্পদ উন্নয়নের জন্য প্রশিক্ষণ দিচ্ছি। আইসিটি শিল্প বলতে বাংলাদেশ কিছু ছিল না। গভর্মেন্ট ও ইন্ড্রাস্ট্রি মিলে একসাথে পলিসি উন্নত করেছি। আমরা আশা করছি, ২০২১ সালর নাগাদ পাঁচ বিলিয়ন ডলার রফতানি ও ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করতে পারব।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।