২৬ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার, ০৩:৪৯ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
নিত্যব্যবহার্য ও ভোগ্য পণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশের (ইউবিএল) হিউম্যান রিসোর্স ডিরেক্টর (এইচআর) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দা দুরদানা কবির। চলতি বছরের ১৭ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ কার্যকর করা হয়।
এর মাধ্যমে দুরদানা ইউনিলিভারের ব্যবস্থাপনা কমিটি এবং বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার এইচআর লিডারশিপ টিমে যোগ দেবেন। মানবসম্পদ ব্যবস্থাপনায় দক্ষতার পাশাপাশি ব্যাবসায়িক অংশীদারি ও নেতৃত্বের ক্ষেত্রে সৈয়দা দুরদানা কবিরের ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।
এর আগে তিনি মানবসম্পদ কৌশল গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইউবিএলে যোগদানের আগে ২০১৫ সালে প্রথম নারী এইচআর ডিরেক্টর হিসেবে দুরদানা নেসলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি নেসলের মালয়েশিয়া ও সিঙ্গাপুর এবং পরবর্তী সময়ে মধ্য ও পশ্চিম আফ্রিকা অঞ্চলের ট্যালেন্ট অ্যান্ড অর্গানাইজেশন বিভাগের আঞ্চলিক প্রধান হিসেবে কাজ করেন। দুরদানা স্বনামধন্য ব্রিটিশ এয়ারওয়েজে তার কর্মজীবন শুরু করেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।