০৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার, ০৭:১৩ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
ইউনেস্কো রমজানের ইফতারকে অনন্য বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) এই স্বীকৃতি দেওয়া হয়।
ইউনেস্কো বলেছে, রমজান মাসে সব ধরনের ধর্মীয় বিধান মানার পর সূর্যাস্তের সময় মুসলমানদের অবশ্য পালনীয় রীতি এই ইফতার। এই ধর্মীয় রীতি পরিবার ও সমাজে বন্ধন দৃঢ় করে এবং দান, সৌহার্দ্যের মতো বিষয়গুলোকে সামনে নিয়ে আসে।
ইরান, তুরস্ক, আজারবাইজান ও উজবেকিস্তান যৌথভাবে ইফতারকে ইউনেস্কোর সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতির জন্য আবেদন করেছিল।
ইফতারের ইতিহাস ও রীতিনীতি
‘ইফতার’ শব্দটি উ’পত্তি হয়েছে আরবি ‘ফাতর’ থেকে, যার অর্থ ভঙ্গ করা, সমাপ্ত করা বা ছিঁড়ে ফেলা। রোজাদারদের জন্য ইফতারের সময়টিকে একটি আনন্দময় ক্ষণ বলে হাদিসে উল্লেখ করা হয়েছে। রোজাদারের জন্য যথাসময়ে ইফতার করা একান্ত জরুরি। তবে ইফতারির জন্য নির্দিষ্ট কোনো খাদ্য বা পানীয় গ্রহণ করাকে ইসলামে বাধ্যতামূলক করা হয়নি। খাদ্যাভ্যাস, রুচি ও সামর্থ্য অনুপাতে যে কোনো খাদ্য ও পানীয় দিয়ে ইফতার করা যায়।
তবে নবি করিম (স.) ইফতারের জন্য খেজুর ও পানিকে সবচেয়ে বেশি পছন্দ করেছেন। অন্য কিছু দিয়েও ইফতার করা যায়। আর নিজে ইফতার করা যেমন ফজিলতপূর্ণ একটি কাজ, তেমনি অন্যকে ইফতার করানোও অত্যন্ত সওয়াবের কাজ ও বরকতময় বলে হাদিসে বর্ণিত রয়েছে।
ইফতারের তাৎপর্য
হাদিসে রোজাদারের জন্য ইফতারপূর্ব সময়টিকে অত্যন্ত মূল্যবান ও তাৎপর্যবহ বলে বর্ণনা করা হয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) বলেন, নবি করিম (স.) ইরশাদ করেছেন, তিন ব্যক্তির দোয়া ব্যর্থ হয় না, ১. ইফতারের সময় রোজাদারের দোয়া, ২. ন্যায়বিচারক বাদশাহর দোয়া এবং ৩. মজলুমের দোয়া।
আরেক হাদিসে এসেছে রাসূল (স.) বলেছেন, ইফতারের সময় রোজাদারের ন্যূনতম একটি দোয়া অবশ্যই কবুল হয়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।