১৮ ডিসেম্বর ২০২৪ বুধবার, ১১:১৬ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বুধবার সকালে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে বলেন, "সংঘর্ষে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। একজনের মৃত্যু টঙ্গী হাসপাতালে, আরেকজনের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।"
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে একজন মো. আমিরুল ইসলাম বাচ্চু (৭০), তিনি কিশোরগঞ্জের বাসিন্দা এবং মাওলানা জুবায়েরের অনুসারী ছিলেন। আহতদের মধ্যে ৩৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে, এর মধ্যে ১১ জনকে গুরুতর অবস্থায় পাঠানো হয় ঢাকা মেডিকেলে।
এদিকে সংঘর্ষে নিহত অপর ব্যক্তির নাম তাইজুল ইসলাম বলে দাবি করেছেন মাওলানা সাদের অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম। তার বাড়ি বগুড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার থেকে ইজতেমা আয়োজনের ঘোষণা দিয়েছিলেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। তবে মাওলানা জুবায়েরের অনুসারীরা এতে আপত্তি জানিয়ে ইজতেমা মাঠ দখল করে রেখেছিলেন। উত্তেজনা চরমে পৌঁছায় গতকাল রাত সাড়ে তিনটার দিকে, যখন সাদের অনুসারীরা বিভিন্ন দিক থেকে মাঠে প্রবেশের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
মাওলানা জুবায়ের অনুসারী আবুল বাশার অভিযোগ করে বলেন, "আমরা গেটে পাহারা দিচ্ছিলাম, হঠাৎ সাদ অনুসারীরা লাঠি-রড নিয়ে আমাদের ওপর হামলা চালায়।" অন্যদিকে মাওলানা সাদের অনুসারীদের দাবি, "আমাদের বাধা দিয়ে মারধর করায় সাথিরা বাধ্য হয়ে মাঠে প্রবেশ করেন।"
হাসপাতালে চিকিৎসাধীন আহতদের অধিকাংশের মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।
ইজতেমার মতো শান্তিপূর্ণ ধর্মীয় জমায়েতে এ ধরনের সংঘর্ষে প্রাণহানির ঘটনা পুরো দেশকে হতবাক করেছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।