২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ১২:১৫ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
বাংলাদেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারে ইতালির দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্র উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই সমর্থনের কথা জানান।
ত্রিপোদি বলেন, "আমরা আশা করি, আপনি সংস্কারে সফল হবেন। আমাদের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও আপনাকে জাতিসংঘে উল্লেখ করেছেন। আপনি সবসময় আমাদের সমর্থন পাবেন।"
অবৈধ অভিবাসন বন্ধে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেন, ইতালিতে বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ মানবপাচার রোধ ও দক্ষ কর্মী পাঠানোর ওপর জোর দিচ্ছে।
ত্রিপোদি বলেন, ইতালি বাংলাদেশের উন্নয়ন সহায়তা অব্যাহত রাখবে এবং টেক্সটাইল, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগে আগ্রহী।
প্রধান উপদেষ্টা ইতালিকে তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর এবং তরুণদের জন্য বিনিময় কর্মসূচি চালুর আহ্বান জানান।
এটি ইউরোপীয় ইউনিয়নের কোনো মন্ত্রী পর্যায়ের প্রথম বাংলাদেশ সফর, যা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর অনুষ্ঠিত হলো।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।