facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৮ সেপ্টেম্বর রবিবার, ২০২৪

marcelbd

ইতিবাচক শেয়ারবাজারে ঢুকছেন বড় বিনিয়োগকারীরা


০৮ জুলাই ২০২৪ সোমবার, ১২:০১  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


ইতিবাচক শেয়ারবাজারে ঢুকছেন বড় বিনিয়োগকারীরা

দেশের শেয়ারবাজার দীর্ঘদিন দরপতনে ছিল। গত এক বছরে শেয়ারবাজারের সূচক কমে গেছে হাজার পয়েন্টের বেশি। গত সপ্তাহের শেষদিকে বাজার ইতিবাচক প্রবণতায় ফিরতে শুরু করে। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার বিনিয়োগকারীরা অনেক দিন শেয়ারবাজারে বড় ধরনের উত্থান দেখেন। একই সঙ্গে লেনদেনেও গতি ফেরে।

আগের দিনের ধারাবাহিকতায় পরদিন রোববারও শেয়ারবাজারে উত্থান প্রবণতা অব্যাহত থাকে। ওইদিন লেনদেনের শুরুতে সূচকে যেমন চাঙ্গাভাব দেখা যায়, লেনদেনেও দেখা যায় শক্ত বিচরণ। শেষ বেলায় এই ধারা আরও শক্তিশালী হয়ে আবির্ভূত হয়।

রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে প্রায় সাড়ে ৬১ পয়েন্ট এবং লেনদেন ছাড়িয়েছে ৯০০ কোটি টাকা । যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৭ মে ডিএসইতে লেনদেন হয়েছিল ১১০৮ কোটি টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজার এখন তলানিতে অবস্থান করছে। বিনিয়োগের জন্য শেয়ারবাজার এখন সবচেয়ে উত্তম সময়। যারা এখন যাচাই-বাছাই করে শেয়ারবাজারে বিনিয়োগ করবে, তারা নিঃসন্দেহে লাভবান হবেন। এর ফলে বড় বিনিয়োগকারীরা বাজারে ঢুকছে। এজন্য মৌলভিত্তির শেয়ারগুলো পজিটিভ মুভমেন্টে রয়েছে। বাজারও ইতিবাচক হয়েছে।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: